সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup) ভারত-পাক মহারণ। ৯ জুনের মহারণ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। নিউ ইয়র্কের এই ম্যাচ বিশ্ব ক্রিকেটে আলোড়ন ফেলে দেবে বলে মনে করছেন ক্রিস গেইলের মতো মহাতারকা। তবে তার আগেই তোলপাড় ফেলে দিয়েছে মহাম্যাচের টিকিটের দাম। মার্কিন মুলুকে অবিশ্বাস্য দামে বিকোচ্ছে ভারত-পাক ম্যাচের টিকিট।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে ভারত-পাক ম্যাচ (IND vs PAK)। সেখানে দর্শক সংখ্যা মাত্র ৩৪ হাজার। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বেশ কয়েকটি ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছে বলে খবর। কিন্তু ক্রিকেটপ্রেমীদের চমকে দিচ্ছে টিকিটের দাম। স্টেডিয়ামের টিকিটের ন্যূনতম মূল্য ৬ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৯৭ টাকা। সর্বোচ্চ ৪০০ ডলারে বিক্রি হচ্ছে ভারত-পাক ম্যাচের টিকিট। ভারতীয় মুদ্রায় ৩৩ হাজারেরও বেশি টাকা খরচ করে টিকিট কিনতে হবে ক্রিকেটপ্রেমীদের।
[আরও পড়ুন: কলকাতা থেকে সরে জামশেদপুরে ডার্বি? চলছে শেষ মুহূর্তের আলোচনা]
কিন্তু আসল ছবিটা একেবারে আলাদা। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ভারত-কানাডা ও ভারত-পাক ম্যাচের সমস্ত টিকিট। কোথায় গেল এত টিকিট? জানা গিয়েছে, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এখন চড়াদামে মেগাম্যাচের টিকিট বিক্রি হচ্ছে। স্টাবহাবে প্রতিটি টিকিটের ন্যূনতম দাম গিয়ে পৌঁছেছে প্রায় ১ লাখে। টিকিটের সর্বোচ্চ দাম উঠেছে ৪১ লক্ষ।
আরেক ওয়েবসাইট স্টিকগিকের দাম আরও চড়েছে। সর্বোচ্চ ১.৮৬ কোটি টাকায় ভারত-পাক ম্যাচের টিকিট বিক্রি হতে পারে বলে খবর। আমেরিকার জনপ্রিয় এনবিএ ম্যাচের টিকিটের দামকেও ছাপিয়ে যাবে ভারত-পাকিস্তান, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। এমনকি ওয়ানডে বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের তুলনায় ঢের বেশি দামে বিক্রি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট।