সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশি নির্ভরতা কাটিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে ৮৮ শতাংশ আত্মনির্ভর হয়ে উঠছে ভারত। সোমবার এক অনুষ্ঠানে প্রতিরক্ষা বিভাগে সেই সাফল্য ব্যাখ্যা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানিয়ে দিলেন, বিদেশ থেকে আমদানি নয়, বর্তমানে দেশের অস্ত্রভাণ্ডারের ৮৮ শতাংশ অস্ত্র নিজেই তৈরি করছে ভারত। শুধু তাই নয়, ২০২৩-২৪ অর্থবর্ষে ২৩ হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে দেশ।

২০১৯ সালে দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই প্রতিটি ক্ষেত্রে বৈদেশিক নির্ভরতা কাটিয়ে স্বদেশি হওয়ার লড়াইয়ে নামে দেশ। সবচেয়ে বেশি তৎপরতা দেখা যায় দেশের প্রতিরক্ষামন্ত্রকে। অস্ত্র প্রস্তুতে আমদানি কমিয়ে রপ্তানিতে মনোনিবেশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই লক্ষ্যে অল্প কয়েক বছরের মধ্যেই সাফল্যের মুখ দেখেছে দেশ। সোমবার আইআইটি মান্ডির ১৬তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই সাফল্যের খতিয়ান তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী।
রাজনাথ সিং বলেন, "ভারত অস্ত্র উৎপাদনে ৮৮ শতাংশ আত্মনির্ভর হয়ে উঠেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ২৩ হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছি আমরা। ২০২৯ সালের মধ্যে এই রপ্তানির পরিমাণ বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকার লক্ষ্য নেওয়া হয়েছে।" একইসঙ্গে দেশের আইআইটি পড়ুয়াদের কাছে তিনি আবেদন জানান, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে পারে এমন প্রযুক্তি উদ্ভাবনের দিকে মনোনিবেশ করার। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দেশিয় এআই চিপ, সাইবার নিরাপত্তা এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো ক্ষেত্রে আইআইটিগুলিকে আরও বেশি কাজ করার আবেদন জানান তিনি।
শুধু তাই নয়, অন্যান্য ক্ষেত্রেও দেশের অগ্রগতির খতিয়ান তুলে ধরে রাজনাথ সিং বলেন, "ভারতের টেলিকম ক্ষেত্র এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। ইউপিআই-এর উদ্যোগ গোটা দেশে ডিজিটাল লেনদেনকে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছে। প্রযুক্তি ক্ষেত্রে ভারত ক্রমশ নিজের অস্তিত্ব জানান দিচ্ছে বিশ্বের লড়াইয়ে। আগামী ৫ বছরে ৩০০ থেকে ৩৫০ বিলিয়ন ডলারে পৌঁছবে ভারতের প্রযুক্তি ক্ষেত্র। ১.২৫ লক্ষেরও বেশি স্টার্টআপ এবং ১১০টি ইউনিকর্ন (এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থাৎ ৮,২০০ কোটি টাকার স্টার্টআপ কোম্পানি) নিয়ে আমাদের দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ সিস্টেম হিসেবে বৈশ্বিক লড়াইয়ে নিজেদের তুলে ধরেছি।"