সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চওড়া কাঁধেই গিয়েছে গুরু দায়িত্ব। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে শুরু হয়েছিল ভারতীয় ক্রিকেটের গম্ভীর যুগ। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও অনায়াশ জয় পেল সূর্যকুমার যাদবের দল। এইসঙ্গে সিরিজ জিতে নিল তারা। জয় এল ৭ উইকেটে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল ১৬১ রান। বৃষ্টির জন্য ভারতের লক্ষ্য হয় ৮ ওভারে ৭৮ রান। তা সহজেই তুলে দেয় ভারতের ব্যাটাররা।
শ্রীলঙ্কা এদিন ভালো শরু করেও চাপ সামলাতে পারল না। এক সময় ২ উইকেটে ১৩০ রান করে ফেলেছিল তারা। যদিও শেষ পর্যন্ত ১৬১ রানে শেষ হয়ে যায় আসালঙ্কদের ইনিংস। শ্রীলঙ্কানদের মধ্যে রান পেয়েছেন কুশল পেরেরা (৫২), পাথুম নিস্সাঙ্কা এবং কামিন্ডু মেন্ডিস (২৬)। যদিও হার্দিক পটেল, রবি বিষ্ণোই এবং অক্ষর পটেলের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ চার ওভারে ৭ উইকেট হারায় লঙ্কা বাহিনী।
[আরও পড়ুন: ‘কর্মে ভরসা রেখেই সাফল্য’, ইতিহাস গড়ে ব্রোঞ্জ জিতে বলছেন মনু]
এর পর বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ার মতো অবস্থা হয়েছিল। পরে ভারত ব্যাট করতে নামার তিন বল পরেই শুরু হয় তুমুল বৃষ্টি। দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। ফলে সংক্ষিপ্ত হয়ে যায় খেলা। ৮ ওভারে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৭৮ রান। যশস্বী (১৫ বলে ৩০ রান), সূর্যকুমার (১২ বলে ২৬ রান) এবং হার্দিক পাণ্ডিয়ার (৯ বলে ২২ রান) দাপুটে ব্যাটিংয়ে অনায়াশে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নতুন ভারত। এইসঙ্গে কোচ হিসেবে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেলন গৌতম গম্ভীর।