shono
Advertisement
Jairam Ramesh

৪৮ ঘণ্টায় জানা যাবে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী কে? ঘোষণা কংগ্রেসের

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আত্মবিশ্বাসের সুর জয়রাম রমেশের গলায়।
Published By: Amit Kumar DasPosted: 09:27 PM May 30, 2024Updated: 09:27 PM May 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে নরেন্দ্র মোদি, অন্যদিকে কে? ২০২৪-এর লোকসভা নির্বাচনে লাখ টাকার প্রশ্ন ছিল এটাই। বার বার এ প্রশ্নের মুখে পড়ে বিরোধী দলের নেতারা জানিয়েছিল, সময় এলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবার ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ কে হতে চলেছেন সে বিষয়ে মুখ খুলল কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক জানিয়ে দিলেন, ফলপ্রকাশের ৪৮ ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী বেছে নেবে ইন্ডিয়া জোট।

Advertisement

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়রাম রমেশ (Jairam Ramesh) বলেন, 'শরিক দলগুলির মধ্য থেকে প্রধানমন্ত্রী বেছে নেওয়াটা কোনও সমস্যাই নয়। কারণ যে দল সবচেয়ে বেশি আসন পাবে সেই দলই হবে প্রধানমন্ত্রী পদের স্বাভাবিক দাবিদার। ৪৮ ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী (Prime Minister) কে হবেন তা বেছে নেওয়া হবে।'

[আরও পড়ুন: ভোটের মধ্যেই অস্বস্তিতে অখিলেশ, ‘বাহুবলী’ আজম খানকে দশ বছরের সাজা]

একই সঙ্গে ইন্ডিয়া জোটের (INDIA Block) জয়ের বিষয়েও আত্মবিশ্বাসের সুর ঝরে পড়ে রমেশের গলায়। তিনি বলেন, 'আমি সংখ্যার বিষয়ে কিছু বলতে চাইছি না। তবে নিশ্চিতভাবে বলছি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছি আমরা।' ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, 'সংখ্যাগরিষ্ঠতা পেতে যত আসনের প্রয়োজন হয় তার চেয়ে বেশি পেতে চলেছি আমরা। ২৭২ টি আসনের বেশিই পাবো আমরা।' একইসঙ্গে দাবি করেন ভোটের ফল প্রকাশের পর দেখবেন এনডিএ জোটের শরিকরাও ইন্ডিয়া জোটে চলে আসতে চাইছে।

[আরও পড়ুন: কন্যাকুমারীতে ধ্যানের পথে মোদি, তার আগেই ভাইরাল ৩৩ বছরের পুরনো ছবি]

এ প্রসঙ্গেই উঠে আসে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি ও জেডিইউ প্রধান নীতীশ কুমারের কথা। সেখানে নীতীশকে কটাক্ষ করে রমেশ বলেন, নীতীশ কুমার হলেন, 'পালটি খাওয়ার মাস্টার।' তবে চন্দ্রবাবু নাইডু প্রসঙ্গে নরম সুরে বলেন, '২০১৯ সালে নাইডু কংগ্রেসেই ছিলেন। ইন্ডিয়া জোট যখন সাফল্য পাবে তখন এনডিএতে থাকা দলগুলি আমাদের দিকে চলে আসবে। অনেকে আবার শিবির বদল করবে। ফলে শুধু সংখ্যাগরিষ্ঠতা নয়, ফলে সরকার গঠনে যে শক্তির প্রয়োজন তা অর্জন করতে কোনও সমস্যা হবে না আমাদের।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শরিক দলগুলির মধ্য থেকে প্রধানমন্ত্রী বেছে নেওয়াটা কোনও সমস্যাই নয়, জানালেন জয়রাম রমেশ।
  • ফলপ্রকাশের ৪৮ ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী বেছে নেবে ইন্ডিয়া জোট, ঘোষণা কংগ্রেসের।
  • 'বেশি আসন যার সেই দাবিদার', স্পষ্ট করা হল ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী কে?
Advertisement