shono
Advertisement

ভারতীয় ক্রিকেটে রাহানে-পূজারা যুগ শেষ? ইঙ্গিত দিলেন খোদ রোহিত

কী বললেন রোহিত?
Posted: 05:46 PM Jan 24, 2024Updated: 06:49 PM Jan 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের পক্ষে কি ভারতের টেস্ট দলে আর প্রত্যাবর্তন সম্ভব?
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ইঙ্গিত দিলেন রাহানে ও পূজারা-যুগ শেষ হয়ে গিয়েছে এখনই বলা যাচ্ছে না। ফিট থাকলে এবং রান করে গেলে দলে তাঁরা ফিরতেই পারেন। তবে সিনিয়ররা খেলে গেলে, তরুণরা কবে দলে সুযোগ পাবেন? সাংবাদিক বৈঠকে রোহিত তরুণ ক্রিকেটারদের হয়েও সওয়াল করেছেন। জানিয়েছেন, নতুনদেরও দেখে নেওয়ার সময় এসে গিয়েছে।
ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট ম্যাচে নেই বিরাট কোহলি। বিরাটের পরিবর্ত হিসেবে রজত পাতিদারকে ভাবা হচ্ছে হায়দরাবাদে।
রোহিত বলেছেন, ”সিনিয়র ক্রিকেটারদের ফেরানোর কথা যে ভাবা হয়নি তা নয়। সিনিয়রদের খেলানো হলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে কবে? আমরা ভেবেছি এই বিষয়ে। আমিও আলাদা করে এবিষয়ে ভাবনাচিন্তা করেছি।” 

Advertisement

[আরও পড়ুন: ইংরেজ স্পিনারের ভিসা বাতিল, মোদি সরকারকে কড়া বার্তা সুনাক প্রশাসনের]

তবে সিনিয়র প্লেয়ারদের বাইরে রাখা মোটেও সহজ ব্যাপার নয়। ভারতের হয়ে শেষ বার রাহানে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরে দল থেকে বাদ পড়েছেন পূজারা।  রোহিত বলছেন, ”অভিজ্ঞ ক্রিকেটারকে বাইরে রাখা বা তার কথা বিবেচনা না করা সত্যিই কঠিন কাজ। যত রান তারা করেছে, তাদের অভিজ্ঞতা, যতগুলো ম্যাচ জিতেছে, এরপরে সিনিয়র কাউকে বাদ দেওয়া রীতিমতো কঠিন ব্যাপার।”
রোহিত আরও বলেন, ”কিছু কিছু সময়ে নতুন কাউকে আনতে হয় দলে। তাদেরকে সুবিধাজনক পরিস্থিতি দিতে হয়। বিদেশের মাটিতে তাদের ঠেলে দেওয়া উচিত নয়। কারণ তারা তো বিদেশের মাটিতে আগে খেলেনি। বেশ কয়েকজন তরুণ মুখকে দেখে নিতে চেয়েছি আমরা।” তবে কি পূজারা-রাহানে যুগ শেষ হয়ে গেল? রোহিত বলেছেন, ”দরজা সবার জন্য বন্ধ হয়ে গিয়েছে এমন নয়। যতক্ষণ তারা ফিট এবং রান করে চলেছে, ততক্ষণ তাদের দলে ফেরার সম্ভাবনা রয়েছে।” রাহানে-পূজারারা কি দলে ফিরতে পারবেন আর? সময় এর উত্তর দেবে। 

 

[আরও পড়ুন: ‘আমি তো ভিসা অফিসে বসি না’, পাক বংশোদ্ভূত ক্রিকেটারের ভিসা বিতর্কে ‘অসন্তুষ্ট’ রোহিত]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement