shono
Advertisement

২০১৪ থেকেই ভুল পথে চলছে দেশ, ফের সরব অমর্ত্য সেন

নিজের মন্তব্যের কী ব্যাখ্যা দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ? The post ২০১৪ থেকেই ভুল পথে চলছে দেশ, ফের সরব অমর্ত্য সেন appeared first on Sangbad Pratidin.
Posted: 08:23 AM Jul 09, 2018Updated: 08:53 AM Jul 09, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ফের সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷ জানালেন, পিছনের দিকে হাঁটার নিরিখে দেশ এই মুহূর্তে অনেকটা এগিয়েছে৷ ২০১৪ থেকেই এই বিপজ্জনক অবনতির শুরু বলে মত তাঁর৷ যা এখনও চলছে সমান তালে৷

Advertisement

[  দেশে লাফিয়ে বাড়ছে শিশু পাচারের সংখ্যা, সমীক্ষার রিপোর্টে উদ্বেগ ]

দিল্লিতে নিজেরই বইয়ের হিন্দি সংস্করণের প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি৷ সেখানেই দেশের পরিস্থিতি নিয়ে এই মত প্রকাশ করেন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ৷ তাঁর মতে, ভারত-পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা-নেপাল ও ভুটান এই রিজিয়নে আগে ভারত ছিল শ্রীলঙ্কার পরেই৷ অর্থাৎ সেরার নিরিখে দ্বিতীয়৷ এখন এই ক্রম পুরো উলটে গিয়েছে৷ এখনও ভারত দ্বিতীয়৷ তবে সেটা তালিকার নিচের দিক থেকে৷ সবথেকে খারাপ অবস্থায় আছে পাকিস্তান৷ কোন ভিত্তিতে এ কথা বলছেন তার ব্যাখ্যাও দেন তিনি৷ দেশের সাম্প্রতিক বেশ কিছু ঘটনাবলী উঠে আসে তাঁর কথায়৷ উঠে আসে, দলিত নিগ্রহের কথা৷ কিছুদিন আগেই এক দলিত যুবককে পেট্রল পাম্পে বেঁধে চাবুক মারা হয়৷ এদিকে নিজের হাতে যারা ম্যানহোলের ময়লা পরিষ্কার করে, সেই শ্রেণির মানুষরা ক্রমাগত উপেক্ষিত এবং অবহেলিত৷ অর্থাৎ বিশেষ কিছু দিকে যে দৃষ্টি দেওয়া হচ্ছে না, ক্রমাগত কিছু সূচকের নিরিখে দেশকে পিছু হটতে হচ্ছে তাই-ই স্মরণ করিয়ে দেন তিনি৷ আরও স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, মোদি বনাম রাহুল দ্বন্দ্বের কথা তিনি বলছেন না৷ বরং দেশ এবং তার স্বরূপ নিয়েই তিনি ভাবিত এবং সেই কথাটিই তুলে ধরছেন৷ তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় কেউ কল্পনাও করেননি যে স্রেফ হিন্দু পরিচিতির জেরে কোনও নির্বাচন জেতা যায়৷ কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আজ তাই-ই হচ্ছে৷ ওদিকে ২০০০ কোটি টাকার বাজেট মানে দেশের প্রত্যেক মানুষের জন্য বরাদ্দ ২০ টাকা৷ সুতরাং অর্থনীতি ও সামাজিক দিকে থেকে এই মুহূর্তে দেশে যে বেশ কিছু সমস্যা আছে এবং সেদিক থেকে ক্রমাগত মুখ ঘুরিয়ে চলা হচ্ছে৷ সে কথাই আরও একবার জানিয়ে দেন তিনি৷

[  ২৮০ শিশুজন্মের কোনও হদিশ নেই, প্রশ্নের মুখে মাদার টেরিজার সংস্থা ]

 

The post ২০১৪ থেকেই ভুল পথে চলছে দেশ, ফের সরব অমর্ত্য সেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement