shono
Advertisement

হাউথি তাণ্ডবের মাঝেই ভারতের নেতৃত্বে শুরু বিশ্বের ৫০ নৌবাহিনীর মহড়া

আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়ার মতো দেশ অংশ নিচ্ছে মহড়ায়।
Posted: 02:58 PM Feb 20, 2024Updated: 02:58 PM Feb 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোহিত সাগরে হাউথি তাণ্ডবকে ঘিরে ক্রমেই নিরাপত্তা পরিস্থিতির অবনমনের অভিযোগ ঘিরে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে বিশাখাপত্তনমে (Visakhapatnam) শুরু হল ৯ দিনের নৌসেনা মহড়া ‘মিলান’। সারা বিশ্বের প্রায় ৫০টি নৌবাহিনী অংশ নিচ্ছে এই মহড়ায়। তালিকায় রয়েছে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া প্রমুখ দেশ।

Advertisement

সোমবার থেকে শুরু হওয়া এই মহড়া চলবে মোট ৯ দিন। এবারের এই যৌথ মহড়া ‘মিলান’-এর দ্বাদশ সংস্করণ। এবারের মহড়ায় ভারতের ‘বন্ধু’ দেশগুলির ১৫টি যুদ্ধজাহাজ ও ১টি নজরদারি বিমান অংশ নিচ্ছে। সেই সঙ্গে থাকছে ভারতের বহু বিমান ও রণতরীও। বিক্রান্ত, বিক্রমাদিত্যের মতো ২০টি যুদ্ধবিমানবহনকারী রণতরী, মিগ ২৯কে-র মতো প্রায় ৫০টি যুদ্ধবিমান, তেজসের মতো লাইট যুদ্ধবিমান তাদের শক্তি প্রদর্শন করবে।

[আরও পড়ুন: মমতার পথেই মোদি! কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে মানুষের ঘরে পৌঁছনোর বার্তা মন্ত্রীদের]

১৯৯৫ সালে স্থাপিত হয়েছিল মিলান। ভারতের ‘পুবে তাকাও’ নীতির সঙ্গে হাত মিলিয়ে শ্রীলঙ্কা, তাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার মতো দেশগুলি এই মহড়ায় অংশ নেয়। তার পর থেকে মাঝে মাঝেই এই যৌথ মহড়া হয়েছে। এবারও নতুন করে মহড়ায় অংশ নিচ্ছে বিভিন্ন দেশের নৌসেনা। প্রসঙ্গত, মিলান ২০২৪-এর (Milan 2024) মূল লক্ষ্য আঞ্চলিক সহযোগিতা এবং সামুদ্রিক নিরাপত্তাকে আরও জোরদার করা। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের গুরুত্ব যত বেড়েছে ততই গুরুত্ব বেড়েছে মিলানের।

[আরও পড়ুন: মমতার পথেই মোদি! কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে মানুষের ঘরে পৌঁছনোর বার্তা মন্ত্রীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement