shono
Advertisement

Breaking News

রোহিতের শতরানের পর হাল ধরলেন জাদেজা, নাগপুর টেস্টে আরও মজবুত জায়গায় ভারত

পাঁচ উইকেট তুলে নিয়েছেন অজি স্পিনার টড মার্ফি।
Posted: 04:59 PM Feb 10, 2023Updated: 05:17 PM Feb 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগপুর টেস্টের (India vs Australia) জয়ের পাল্লা ক্রমেই ভারতের দিকে ভারী হচ্ছে। দ্বিতীয় দিনের শেষে ১৪৪ রানের লিড নিয়েছে ভারত। রোহিত শর্মার (Rohit Sharma) অনবদ্য শতরানের পর হাফসেঞ্চুরি করেন রবীন্দ্র জাদেজাও। তাঁদের দাপটেই দিনের শেষে ৩২১ রান তুলেছে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকেই ৫ উইকেট তুলে নিলেন টড মার্ফি।

Advertisement

ম্যাচ জিততে ইচ্ছাকৃতভাবে পিচ বিকৃত করেছে ভারত, ম্যাচ শুরুর আগেই এই অভিযোগ তুলেছিল অস্ট্রেলিয়া। প্রথম দিনে একেবারেই ক্রিজে টিকতে পারেননি অজি ব্যাটাররা। একই দশা হয়েছিল ভারতীয় ব্যাটিং লাইন আপেও। অধিনায়ক রোহিত ছাড়া ভাল রান পেয়েছেন শুধুমাত্র জাদেজা (Ravindra Jadeja) ও অক্ষর প্যাটেল। ব্যর্থতার তালিকায় রয়েছেন পূজারা, কোহলির মতো তারকা থেকে সূর্যকুমার, ভরতের মতো অভিষেককারীরাও।

[আরও পড়ুন: ভারতীয় শিবিরে ফের ধাক্কা, গোটা অস্ট্রেলিয়া সিরিজ থেকেই ছিটকে গেলেন বুমরাহ]

প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরু থেকেই চাপে পড়ে ভারতের ব্যাটিং। রোহিত থাকলেও উলটোদিকে নিয়মিতভাবে উইকেট হারাতে থাকে ভারত। তারপরে ম্যাচের হাল ধরে জাদেজা-রোহিতের জুটি। ৬১ রানের পার্টনারশিপ গড়ে প্যাট কামিন্সের বলে আউট হন রোহিত। আট নম্বরে নামা অক্ষর প্যাটেলের সঙ্গেও হাফসেঞ্চুরি পার্টনারশিপ গড়েন জাদেজা। দিনের শেষে ৫০ রান করলেন অক্ষরও। দিনের শেষে অপরাজিত থেকে মাঠ ছাড়ল এই জুটি। 

অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ম্যাচে খেলতে নেমেই দুরন্ত পারফরম্যান্স টড মার্ফির। বৃহস্পতিবারই রাহুলকে আউট করে প্রথম টেস্ট উইকেট পেয়েছিলেন। দ্বিতীয় দিনে তুলে নিয়েছেন আরও চার উইকেট। তার মধ্যে রয়েছে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার মতো বড় শিকারও। তবে দ্বিতীয় দিনের শেষে ১৪৪ রানে পিছিয়ে যথেষ্ট চাপে রয়েছে অজি বাহিনী। 

[আরও পড়ুন: নাগপুরের পিচে কোনও ‘জুজু’ নেই, অনবদ্য সেঞ্চুরি করে প্রমাণ দিলেন রোহিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement