shono
Advertisement

Breaking News

Russia-Ukraine War: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে হাজার হাজার ভারতীয়, দেশে ফেরাতে মাস্টারপ্ল্যান কেন্দ্রের

যুদ্ধ শুরু হতেই বন্ধ ইউক্রেনের আকাশপথ।
Posted: 11:00 AM Feb 25, 2022Updated: 11:00 AM Feb 25, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেজে গিয়েছে রণডঙ্কা। আশঙ্কা সত্যি করে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু রাশিয়ার (Ukraine-Russia Conflict)। বৃহস্পতিবার মধ্যরাতে রুশ (Russia) হামলা শুরু হতেই তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে ইউক্রেন (Ukraine)। ফলে আশঙ্কা তৈরি হয়েছে সেদেশে আটকে পড়া হাজার হাজার ভারতীয়র ভবিষ্যৎ নিয়ে। ইতিমধ্যেই কেরল, তেলেঙ্গানা, কর্ণাটক কেন্দ্রকে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছে ইউক্রেনে থাকা তাদের রাজ্যের বাসিন্দাদের নিয়ে। এই পরিস্থিতিতে কেন্দ্রও তোড়জোড় শুরু করেছে। চেষ্টা হচ্ছে বিকল্প পথে ইউক্রেনে থাকা ভারতীয়দের ফেরানোর।

Advertisement

কোন কোন বিকল্প পথ ভাবা হচ্ছে? বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের আকাশপথ যেহেতু ব্যবহার করা যাচ্ছে না, তাই সেদেশের সীমান্ত সংলগ্ন দেশগুলির আকাশপথ ব্যবহার করা হতে পারে। ইতিমধ্যেই হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া ও রোমানিয়ায় প্রতিনিধি দল পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: হাতে নয়, ভাতে মারার চেষ্টা, রাশিয়ার উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপালেন বাইডেন]

বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়রা যেন ওই সব দেশগুলির সীমান্তে থাকা ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা যাতে দ্রুত বিমানে ভারতে ফিরতে পারেন, সেই চেষ্টা করা হচ্ছে। হিসেব বলছে, প্রায় ২০ হাজার ভারতীয় এখনও রয়ে গিয়েছেন ইউক্রেনে। তাঁদের একটা বড় অংশই পড়ুয়া। এই পরিস্থিতিতে এতজনকে ফেরানোটা বেশ চ্যালেঞ্জের বলেই মনে করা হচ্ছে।

গত সোমবারই ইউক্রেনের ডোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন থেকেই যুদ্ধের আশঙ্কা আরও বেড়ে গিয়েছিল। এরপরই সেখানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগী হয় কেন্দ্র। কিন্তু যুদ্ধ এবার বেঁধেই গিয়েছে। ফলে সেখানে আটকে থাকা ২০ হাজার ভারতীয়র নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। রাষ্ট্রসংঘে সেই উদ্বেগের কথা জানাতে দেখা গিয়েছে টি এস তিরুমূর্তিকে।

বৃহস্পতিবার ইউক্রেনের আকাশপথ বন্ধ হওয়ার ঠিক আগেই এয়ার ইন্ডিয়ার একটি বিমান ইউক্রেনে নামার চেষ্টা করছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বিমান আর নামতে পারেনি কিয়েভে। ফলে তখন থেকেই আশঙ্কা তৈরি হয়েছিল যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আটকে থাকা ভারতীয়দের নিয়ে। শেষ পর্যন্ত বিকল্প পথের পরিকল্পনা করেই তাঁদের দেশে ফেরাতে সচেষ্ট কেন্দ্র।

[আরও পড়ুন: পুতিনের সঙ্গে ফোনে কথা মোদির, ইউক্রেনের আবেদনেই কি সাড়া দিল ভারত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement