shono
Advertisement

মাফিয়াদের তাণ্ডবে হাইতিতে হাহাকার! নাগরিকদের উদ্ধারে প্রস্তুত দিল্লি

এই মুহূর্তে ৫০ থেকে ৮০ জন ভারতীয় রয়েছেন হাইতিতে।
Posted: 08:50 PM Mar 15, 2024Updated: 09:02 PM Mar 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরম অরাজকতা, লুঠতরাজে জেরবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছোট দেশ হাইতি। মাফিয়াদের তাণ্ডবে বিপন্ন সাধারণ মানুষের জীবন। রাজধানীর আশি শতাংশ নাকি দখল করে ফেলেছে গ্যাংগুলো। ইস্তফা দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী অ্যারিয়াল হেনরি। এই পরিস্থিতিতে সেখানে থাকা ভারতীয়দের জন্য উদ্বিগ্ন কেন্দ্র। তাঁদের সাহায্যের জন্য শুরু করা হয়েছে হেল্পলাইন নম্বর। পাশাপাশি হাইতি থেকে ভারতীয়দের উদ্ধারে অভিযান শুরু করার কথাও জানিয়েছে বিদেশমন্ত্রক। 

Advertisement

শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে যোগাযোগের জন্য সমস্ত তথ্য প্রকাশ করা হয়েছে। এনিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, “হাইতিতে গ্যাংগুলো চরম অরাজকতা চালাচ্ছে। সরকারি দপ্তরে আক্রমণ হচ্ছে। সামাজিক তথা প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকে হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়াল হেনরি ইস্তফা দিয়ে দিয়েছেন। এই দুর্দিনে সেদেশে থাকা ভারতীয়দের উদ্ধার করতে আমরা প্রস্তুত। যদি দরকার পড়ে আমরা যেকোনও সময় তা করতে পারে। সান্তো দোমিঙ্গোতে অবস্থিত আমাদের দূতাবাসও গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে। ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রয়োজনে সবরকম পদক্ষেপ করা হবে।” এদিন সবরকম সহায়তার জন্য কয়েকটি ফোন নম্বর ও ইমেল আইডি দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: ‘আমার পদ্মশ্রী পাওয়া উচিত’, বললেন শিনা বোরা হত্যায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়]

জানা গিয়েছে, এই মুহূর্তে ৫০ থেকে ৮০ জন ভারতীয় রয়েছেন হাইতিতে। ভারতীয় দূতাবাস প্রতিনিয়ত তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। গ্যাংগুলোর তাণ্ডবে সেদেশের বহু নাগরিক ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন। আমেরিকার এক সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে হাইতির রাজধানী পর্তোপ্রাঁসের ৮০ শতাংশ গ্যাংদের দখলে চলে গিয়েছে। এই শহরের একটি কারাগার ভেঙে অপরাধীদের বেরও করে দিয়েছে মাফিয়ারা। এমনকী প্রধানমন্ত্রী যাতে আর সুরক্ষিতভাবে দেশে ফিরতে না পারেন তার জন্য হাইতির প্রধান বিমানবন্দরের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিয়ে নিয়েছে তারা।  

[আরও পড়ুন: বার বার তলব সত্ত্বেও যাননি, অবশেষে ইডির হাতে গ্রেপ্তার কেসিআর কন্যা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement