সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ দিনে পা রেখেছে প্যালেস্টাইন জঙ্গি গোষ্ঠী হামাস বনাম ইজরায়েলের রক্তক্ষয়ী সংঘাত। মধ্যপ্রাচ্যের এই লড়াইয়ে প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ। এই লড়াইয়ের যুদ্ধবিরতি নিয়ে প্রস্তাব পেশ করা হয় রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। কিন্তু এই প্রস্তাব পাশের ভোটাভুটিতে অংশই নেয়নি ভারত। প্রস্তাবিত খসড়ায় হামাস জঙ্গি গোষ্ঠীর উল্লেখ না থাকার কারণেই নয়াদিল্লির এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
রয়টার্স সূত্রে খবর, শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে জর্ডনের পক্ষ থেকে ওই প্রস্তাবটি পেশ করা হয়। খসড়াটিতে মানবিক স্বার্থে গাজায় যুদ্ধবিরতির কথা বলা হলেও ইজরায়েলের বুকে হামাস জঙ্গি গোষ্ঠীর হামলার কোনও উল্লেখ করা হয়নি। যার কারণে প্রস্তাব পাশের ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। কানাডার পক্ষ থেকে খসড়াটি সংশোধনের প্রস্তাবও আনা হয়েছিল। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২০টি সদস্য দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ১৪টি দেশ। ভারত-সহ ৪৫ সদস্যরাষ্ট্র ভোটদানে বিরত ছিল। যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, জাপান, ইউক্রেন এবং ব্রিটেনের মতো দেশও।
[আরও পড়ুন: গুলি চালিয়ে ২২ জনকে খুন, দুদিন পর উদ্ধার বন্দুকবাজ মার্কিন সেনাকর্মীর দেহ]
প্রস্তাবে ভোট না দেওয়া নিয়ে রাষ্ট্রসংঘে ভারতের ডেপুটি পার্মান্যান্ট রেপ্রেসেন্টেটিভ যোজনা প্যাটেল বলেন, “৭ অক্টোবর ইজরায়েলে যে জঙ্গি হামলা হয়েছে তা খুবই গুরুতর। এর নিন্দা হওয়া উচিত। আমরা পণবন্দিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। সন্ত্রাসবাদ কোনও সীমান্ত, জাতীয়তা জানে না। বিশ্বের কোনও দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনও যুক্তি গ্রহণ করা উচিত নয়। সমস্ত মতবিরোধকে দূরে রেখে আমাদের সকলের উচিত সন্ত্রাসবাদের বিরোধিতা করা।” তিনি আরও বলেন,” আমাদের সকলের প্রয়োজন মানবিক সংকট মোকাবেলা করার। যেসব দেশ এই লড়াই থামানোর চেষ্টা করছে ও গাজায় মানবিক সাহায্য পাঠাচ্ছে আমরা তাদের সাধুবাদ জানাচ্ছি। ভারতও এই একই প্রচেষ্টা করছে।” তবে বেশিরভাগ সদস্য দেশের সমর্থন পেয়ে মানবিক স্বার্থে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবটি গৃহীত হয়েছে।