shono
Advertisement

একদিনেই প্রায় ১০ হাজার! গত ২৪ ঘণ্টায় সংক্রমণের নতুন রেকর্ড ভারতে

সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন মোট সংক্রমিতের অর্ধেকের কাছাকাছি রোগী। The post একদিনেই প্রায় ১০ হাজার! গত ২৪ ঘণ্টায় সংক্রমণের নতুন রেকর্ড ভারতে appeared first on Sangbad Pratidin.
Posted: 10:22 AM Jun 09, 2020Updated: 10:22 AM Jun 09, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায় রেকর্ড বৃদ্ধির ধারা অব্যাহত। মঙ্গলবারও দেশে রেকর্ড হারে বেড়েছে করোনা সংক্রমণ। একদিনেই প্রায় ১০ হাজার মানুষ নতুন করে COVID-19 আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যাটাও বাড়ছে পাল্লা দিয়ে।

Advertisement

মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের  (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৮৭ জন। যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮ জন। এদের মধ্যে এখনও সক্রিয় অর্থাৎ চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লক্ষ ২৯ হাজার ৯১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ২৯ হাজার ২১৫ জন। অর্থাৎ, সক্রিয় এবং সুস্থ রোগীর সংখ্যা প্রায় সমান। যা বেশ আশাপ্রদ ছবি বলে মনে করছেন চিকিৎসকরা।

[আরও পড়ুন: ‘দিন দিন আরও ভয়াবহ হচ্ছে পরিস্থিতি’, করোনা নিয়ে নয়া আশঙ্কা WHO কর্তার]

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৩১ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৬৬ জন। করোনায় মৃতের নিরিখে এখনও বিশ্ব দ্বাদশ স্থানেই আছে ভারত। অন্যদিকে সংক্রমণের নিরিখে এখনও ভারতের স্থান পঞ্চম। শুধুমাত্র আমেরিকা, ব্রাজিল, রাশিয়া এবং ব্রিটেন ভারতের রয়েছে ভারতের উপরে। এর মধ্যে ব্রিটেন এবং রাশিয়ার থেকে সংক্রমণের গতি অনেকটাই বেশি ভারতে। আসলে লকডাউন ছেড়ে আনলকে পা দেওয়ার পর থেকে দেশে প্রায় প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। আশঙ্কা করা হচ্ছে, এভাবে চলতে থাকলে আগামী কয়েক সপ্তাহে পরিস্তিতি আরও খারাপ হবে।

The post একদিনেই প্রায় ১০ হাজার! গত ২৪ ঘণ্টায় সংক্রমণের নতুন রেকর্ড ভারতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement