shono
Advertisement

‘শ্বাসরোধ’করে পাকিস্তানকে খুন করতে চায় ভারত! দাবি রিপোর্টে

ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি ইচ্ছাকৃতভাবে পাকিস্তানে 'ধোঁয়া-সন্ত্রাস' ছড়াচ্ছে বলে অভিযোগ৷ The post ‘শ্বাসরোধ’ করে পাকিস্তানকে খুন করতে চায় ভারত! দাবি রিপোর্টে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:05 AM Nov 05, 2016Updated: 07:46 PM Nov 04, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হল ব্যথা।’ সুকুমার রায়ের সেই কবিতার মতোই আজব অভিযোগ পাকিস্তানের৷ পাক অধিকৃত পাঞ্জাব ও লাহোরের আকাশে এখন ধোঁয়াশার (ধোঁয়া ও কুয়াশা) দাপাদাপি৷ পাক মিডিয়ার দাবি, এই বিষাক্ত ধোঁয়াশা কোনও প্রাকৃতিক কারণে তৈরি হয়নি৷ পুরোটাই ভারতের ‘রফতানি’৷ ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি ইচ্ছা করে পাকিস্তানের মানুষের শ্বাসরোধ করতে চায়৷ তাদের বক্তব্যের সমর্থনে নাসা-র আবহাওয়া সংক্রান্ত একটি রিপোর্টকে হাতিয়ার করছে পাক সংবাদমাধ্যম৷

Advertisement

নাসার একটি আবহাওয়া সংক্রান্ত রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তানে বায়ুদূষণের পিছনে সিংহভাগ দায়ী ভারত৷ ভারতের নানা কল-কারখানা ও যানবাহন থেকে নির্গত ধোঁয়াই নাকি পাকিস্তানে বায়ুদূষণের প্রধান কারণ৷ পাক সংবাদপত্রের আরও দাবি, প্রায় ৩২ মিলিয়ন টন বাতিল খড় পুড়িয়ে ভারতীয় কৃষকরা পাকিস্তানের বায়ুকে দূষিত করছেন৷ এই বিতর্কে ইন্ধন জুগিয়েছেন একজন টুইটার ইউজার৷ গত দু’সপ্তাহে পাঞ্জাবে শস্য পোড়ানোর একটি থার্মাল ম্যাপ তিনি টুইট করেছেন৷ পাক সংবাদমাধ্যম এও দাবি করেছে, দিওয়ালির মরশুমে ভারতে প্রচুর আতশবাজি পোড়ানোও পাকিস্তানের বায়ুদূষণের অন্যতম কারণ৷ যদিও নাসা কর্তৃক প্রকাশিত ছবিতে পাঞ্জাব ও হরিয়ানায় প্রচুর শস্য পোড়ানোকেই বায়ুদূষণের প্রধান কারণ হিসাবে ধার্য করা হয়েছে৷

পাকিস্তানের জাতীয় জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ও আবহাওয়া দফতরের প্রাক্তন ডিরেক্টর জেনারেল কামারউজ্জামান জানিয়েছেন, পাকিস্তানের বায়ুমণ্ডলে দূষণ ছড়ানোর জন্য দায়ী পাঞ্জাবের কয়লা-নির্ভর কলকারখানাগুলি৷ গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে পাক অধিকৃত পাঞ্জাবের মধ্য ও উত্তরাংশ ঘন ধোঁয়াশায় ঢাকা৷ যার জেরে একাধিক দুর্ঘটনা ঘটেছে ওই সব অঞ্চলে৷ বিমান চলাচলেও দেরি হচ্ছে৷ আর এসবের জন্য নয়াদিল্লিকে দোষী ঠাউরেছে পাক মিডিয়া৷ তাদের দাবি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি ইচ্ছাকৃতভাবে পাকিস্তানে ‘ধোঁয়া-সন্ত্রাস’ ছড়াচ্ছে৷

The post ‘শ্বাসরোধ’ করে পাকিস্তানকে খুন করতে চায় ভারত! দাবি রিপোর্টে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement