সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করেও হারতে হয়েছে। ফলে কিছুটা ধাক্কা খেয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (Women’s T20 World Cup) সেমিফাইনালে ওঠার স্বপ্ন। তবে হাল না ছেড়ে পরের ম্যাচ জেতার দিকেই মন দিচ্ছেন হরমনপ্রীত কৌররা। সোমবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতলেই শেষ চারের টিকিট কার্যত নিশ্চিত হয়ে যাবে ভারতীয় মহিলা দলের (Indian Women’s Cricket Team)। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিতে চাইছেন দলের সকলেই।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আয়ারল্যান্ডকে হারাতেই হবে ভারতকে। এই ম্যাচ হেরে গেলে বিশ্বকাপ অভিযানও শেষ হয়ে যেতে পারে স্মৃতি মন্ধানাদের। কার্যত নক আউট ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন দুই দলের স্পিনাররা। কারণ সেন্ট জর্জেস পার্কের মাঠে অত্যন্ত ধীর গতির পিচে খেলতে নামবে দুই দল। এদিনের ম্যাচে উইকেট তোলার পাশাপাশি রান আটকানোর দিকেও নজর দিতে হবে দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কোয়াড়দের।
[আরও পড়ুন: সহ অধিনায়কের পদ থেকে বাদ রাহুল, এবার কি বন্ধ হবে প্রথম একাদশের দরজাও?]
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও চিন্তায় থাকবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে মন্ধানা ও রিচা শর্মা সফল হলেও সেভাবে দ্রুত গতিতে রান তুলতে পারেনি ভারত। শেষের ওভারগুলিতে একেবারেই আড়ষ্ট হয়ে যান ভারতীয় ব্যাটাররা। ম্যাচের শেষে সেই কথা মেনেও নেন অধিনায়ক হরমনপ্রীত। তাই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাটারদের ভাল পারফরম্যান্স করা বেশ গুরুত্বপূর্ণ।
সোমবার ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড অবশ্য তিন ম্যাচ খেলে প্রত্যেকটিতেই হেরেছে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে একবারও জিততে পারেনি আইরিশরা। দুর্বল প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েই শেষ চারে উঠবে ভারত, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর বেশ সতর্ক থাকতে হবে ভারতকে। যদিও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।