আলাপন সাহা: কোচ হিসাবে দায়িত্ব নিয়েই দল নির্বাচনে চমক দিলেন গৌতম গম্ভীর। যাবতীয় জল্পনাকে সত্যি করে ভারতীয় টি-২০ দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। তবে ওয়ানডে দলের অধিনায়ক হিসাবে একাধিক নাম নিয়ে আলোচনা হলেও শ্রীলঙ্কা সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। এই সিরিজে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকেও।
কোচ হওয়ার পর বুধবারই নির্বাচকদের সঙ্গে কথা বলেন গম্ভীর (Goutam Gambhir)। তিনিই বলেন শ্রীলঙ্কা সফরে রোহিতকে (Rohit Sharma) দলে ফেরাতে হবে। আসলে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র ৬টি ওয়ানডে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এর মধ্যে প্রথম তিনটি শ্রীলঙ্কার বিরুদ্ধে। গম্ভীর চাইছেন এই ছটি ম্যাচেই সেরা একাদশ নামাতে। অধিনায়ক রোহিতের সঙ্গে তাঁর রসায়ন তৈরি হতেও খানিকটা সময় লাগবে। সেটাও মাথায় রাখছেন কোচ। এই একই কথা মাথায় রেখেই ফেরানো হয়েছে বিরাটকেও (Virat Kohli)।
[আরও পড়ুন: মোহনবাগানের পর ইস্টবেঙ্গল, সৌরভকে ‘ভারত গৌরব’ ভূষিত করার ঘোষণা লাল-হলুদের]
তবে আসল চমক ছিল টি-২০ দল (Indian Cricket Team) নির্বাচনে। দিন কয়েক আগে থেকেই জল্পনা ছিল, কোচ গম্ভীর হার্দিকের বদলে সূর্যকুমার যাদবকে অধিনায়ক হিসাবে চাইছেন। রোহিত শর্মার সঙ্গেও এ নিয়ে আলোচনা হয়েছে তাঁর। রোহিতের ভোটও গিয়েছে সূর্যর দিকেই। তবে গোটা বিষয়টা মোটেই পছন্দ হয়নি হার্দিক পাণ্ডিয়ার। শেষ পর্যন্ত তাঁর আপত্তি ধোপে টেকেনি। টি-২০ তে অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হল মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিকের সতীর্থ সূর্যকে। চমকে দিয়ে ওয়ানডে দলে রাখা হয়েছে কেকেআর পেসার হর্ষিত রানাকেও।
একনজরে শ্রীলঙ্কা সিরিজের ভারতীয় দল:
টি-টোয়েন্টি
সূর্যকুমার যাদব (অধিনায়ক)
শুভমান গিল (সহ অধিনায়ক)
যশস্বী জয়সওয়াল
ঋষভ পন্থ
সঞ্জু স্যামসন
শিবম দুবে
রিঙ্কু সিং
ওয়াশিংটন সুন্দর
অক্ষর প্যাটেল
রবি বিষ্ণোই
অর্শদীপ সিং
মহম্মদ সিরাজ
খলিল আহমেদ
রিয়ান পরাগ
হার্দিক পাণ্ডিয়া
ওয়ানডে
রোহিত শর্মা (অধিনায়ক)
শুভমান গিল (সহ-অধিনায়ক)
বিরাট কোহলি
কে এল রাহুল
শ্রেয়স আইয়ার
ঋষভ পন্থ
শিবম দুবে
ওয়াশিংটন সুন্দর
অক্ষর প্যাটেল
কুলদীপ যাদব
অর্শদীপ সিং
মহম্মদ সিরাজ
রিয়ান পরাগ
খলিল আহমেদ
হর্ষিত রানা