shono
Advertisement

পরমাণু সন্ত্রাস রুখতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে ভারত

এনএসজিতে ভারতের ঢোকার ক্ষেত্রে এই সম্মেলন সহায়ক হবেই বলে বিশ্বাস বিশেষজ্ঞদের৷ The post পরমাণু সন্ত্রাস রুখতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 01:05 PM Feb 08, 2017Updated: 07:35 AM Feb 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্ব জুড়ে চলছে পরমাণু অস্ত্র পরীক্ষার হিড়িক৷ এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ ক্ষমতা জাহির করতে চলছে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা৷ কিন্তু এই পারমাণবিক শক্তি যদি মানুষের কল্যাণে না লাগে তবে ঘোর বিপত্তি৷ পৃথিবীর শক্তিশালী দেশগুলি যেভাবে পরমাণু অস্ত্রের ভাণ্ডার সাজিয়ে তুলছে, তাতে নিমেষে ধ্বংস হয়ে যেতে পারে গোটা দুনিয়া৷ আর তাই পরমাণু সন্ত্রাস রুখতে এবার উদ্যোগ নিল ভারত৷ আজ থেকে দেশে চালু হল তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন৷

Advertisement

২২০০ মহিলার জরায়ু কেটে বাদ দিয়ে বিক্ষোভের মুখে চিকিৎসকরা

বিভিন্ন দেশের প্রায় ১৫০জন প্রতিনিধি অংশ নিচ্ছেন এই সম্মেলনে৷ আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন করবেন বিদেশসচিব এস জয়শঙ্কর৷ গতবছর ওয়াশিংটনে অনুষ্ঠিত নিউক্লিয়ার সিকিওরিটি সামিটেই এই সম্মেলনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সারা বিশ্বের কাছেই পারমাণবিক নিরাপত্তা এই মুহূর্তে একটা বড় প্রশ্ন৷ সেদিক থেকে ভারতের এই উদ্যোগ নিঃসন্দেহে বিশেষ বার্তাবাহী৷ পরমাণু শক্তিকে মানবকল্যাণে কাজে লাগানো, তার অপব্যবহার না করা ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা হবে অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে৷

হোমওয়ার্ক না করার শাস্তি, ছাত্রীদের অর্ধনগ্ন করে ঘোরাল প্রধান শিক্ষিকা

পরমাণু সন্ত্রার রোখার প্রয়াস নেওয়া হয়েছিল ২০০৬ সালে৷ রাশিয়ান ফেডারেশন ও আমেরিকার যৌথ উদ্যোগে তা চালু হয়৷ গত এক দশকে বহু দেশই এই প্রয়াসে অংশ নিয়েছে৷ এবার সম্মেলন আয়োজনের ভার নিয়েছে ভারত৷ এর আগে এনএসজিতে ভারতের প্রবেশ নিয়ে নানা জটিলতা দেখা গিয়েছে৷ তবে ভারত যে পরমাণু সন্ত্রাসের বিরোধী ও নন-প্রলিফারেশনে বিশ্বাসী তা আরও একবার প্রমাণিত হয়ে গেল এই সম্মেলনেই৷ ওবামা প্রশাসনের মতো ট্রাম্পের সরকারও এনএসজিতে ঢোকার ক্ষেত্রে ভারতের পাশেই দাঁড়াবে বলে মনে করা হচ্ছে৷ এই সম্মেলন সেক্ষেত্রে সহায়ক হবেই বলে বিশ্বাস বিশেষজ্ঞদের৷

চিট ফাণ্ড কেলেঙ্কারিতে এবার প্রশ্নের মুখে সানি লিওন!

The post পরমাণু সন্ত্রাস রুখতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement