shono
Advertisement

ওয়ার্নারের পর স্মিথেরও চোট! প্রথম টেস্টের আগে আশঙ্কার মেঘ অজি শিবিরে

ভারতীয় শিবিরে আবার 'অন্য' চিন্তা।
Posted: 05:31 PM Dec 15, 2020Updated: 05:55 PM Dec 15, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডিলেডে প্রথম টেস্টে নামার আগে নয়া আশঙ্কা অস্ট্রেলিয়া শিবিরে (Australia)। বৃহস্পতিবার স্টিভ স্মিথের খেলা নিয়ে এবার রীতিমতো সংশয় তৈরি হয়ে গেল। মঙ্গলবার অনুশীলন করতে গিয়ে হঠাত করেই অস্বস্তি বোধ করা শুরু করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। মাত্র দশ মিনিট ফিল্ডিং করার পরই উঠে যান তিনি। নেটে ব্যাটিং প্র্যাকটিসও করেননি। যা নিয়ে অজি শিবিরে আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে এসেছে।

Advertisement

চার ম্যাচের টেস্ট সিরিজের আগে এমনিতেই অজি শিবির যেন মিনি হাসপাতালে পরিণত হয়েছে। দলের অন্যতম নির্ভরযোগ্য তারকা ডেভিড ওয়ার্নার (David Warner) প্রথম টেস্টে খেলছেন না। তরুণ ওপেনার পুভস্কিও চোটের জন্য ছিটকে গিয়েছেন। অল-রাউন্ডার ক্যামেরুন গ্রিনেরও একই অবস্থা। এরপর যদি স্মিথকে (Steve Smith) নিয়ে কোনও সংশয় দেখা যায় তাহলে যে অজিরা রীতিমতো বিপদে পড়ে যাবেন, তাতে কোনও সংশয় নেই।

[আরও পড়ুন: বছর শেষে ধোনি-রোহিতকে পিছনে ফেলে নয়া রেকর্ডের মালিক হলেন ক্যাপ্টেন কোহলি]

অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সুত্রের খবর, মঙ্গলবার মিনিট দশেক অনুশীলন করেছেন তিনি। তারপরই বাঁহাতে অস্বস্তি অনুভব করেন টেস্ট ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান। নেটে ব্যাটিং করার কথা থাকলেও শেষ পর্যন্ত পারেননি। ক্রিকেট অস্ট্রেলিয়া সুত্রও জানিয়ে দিয়েছে, স্মিথ বুধবার অনুশীলন করবেন না। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে, স্মিথের পিঠের সমস্যা হচ্ছে, এবং চিকিৎসকরা বিষয়টি নজরে রাখছেন।

[আরও পড়ুন: গোলাপি বলের টেস্টে টিম ইন্ডিয়ার ঘুম ওড়াতে পারেন তিন অজি ক্রিকেটার, মত শচীনের]

অস্ট্রেলিয়া শিবিরে এই চোটাঘাতের সমস্যার মাঝখানে ভারতীয় (India) শিবিরে আবার অন্য চিন্তা। প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন কে কে করবেন? কোন কোন পেসার খেলবেন? কিছুই যেন এখনও চুড়ান্ত হয়নি। তবে, প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া মনে করছেন, টেস্টে ওপেনার হিসেবে ভারতের প্রথম পছন্দ মায়াঙ্ক আগরওয়াল। দ্বিতীয় ওপেনিং স্লটের জন্য লড়াই গিল এবং পৃথ্বী শ’র। লোকেশ রাহুলের খেলার সম্ভাবনা কম। অন্যদিকে উইকেট রক্ষক হিসেবে এখনও ঋষভ পন্থের থেকে ঋদ্ধিমান সাহার খেলার সম্ভাবনাই বেশি। এখন দেখার ভারত চার পেসার নিয়ে খেলে নাকি অশ্বিনকে প্রথম ম্যাচে খেলানো হয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement