সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাপের মুখে অনবদ্য ব্যাটিং। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ভারতকে এখনও লড়াইয়ে রেখেছে নীতীশ রেড্ডির ব্যাট। কামিন্স-বোলান্ডদের সামলে সেঞ্চুরি করেছেন তিনি। গ্যালারিতে চোখের জলে ভেসেছেন তাঁর বাবা মুত্যালা। দিনের শেষে বাবাকেই এই সেঞ্চুরি উৎসর্গ করলেন তিনি। সেই সঙ্গে ধন্যবাদ দিলেন মহম্মদ সিরাজকেও।
নীতীশের রান যখন ৯০-র ঘরে, তখন আচমকা পরিস্থিতি কঠিন হয়ে যায়। ওয়াশিংটন সুন্দর আউট হয়ে যাওয়ার পর ফিরে যান বুমরাহও। কামিন্সের শেষ তিনটি বল খেলতে হত মহম্মদ সিরাজকে। কিন্তু ভারতীয় পেসার সামলে দেন কামিন্সকে। পরের ওভারেই চার মেরে সেঞ্চুরিতে পৌঁছে যান নীতীশ। সিরাজ যে তিনটি বল খেলে দিলেন, সেই জন্য ধন্যবাদ জানিয়ে মজার ছলে তিনি লিখেছেন, 'আমিও সিরাজ ভাইকে ভরসা করি'।
অবশ্য এই পোস্টের পিছনে একটি কারণও আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে ভারতকে জয়ের রাস্তায় ফিরিয়েছিলেন জশপ্রীত বুমরাহ। বিশ্বজয়ের পর সিরাজ বলেছিলেন, 'আমি শুধু জশসি (জশপ্রীত বুমরাহ) ভাইকে ভরসা করি'। নীতীশের পোস্টেও সেই মজাই ফিরে এল।
যদিও নীতীশের সেঞ্চুরির আসল 'নায়ক' তাঁর বাবা মুত্যালা। অনেক আত্মত্যাগ করে তিনি সন্তানকে প্রতিষ্ঠিত করেছেন। নিজের চাকরি ছেড়েছেন, অভাব সত্ত্বেও নীতীশকে ক্রিকেটও থেকে সরতে দেননি। স্বাভাবিকভাবেই ছেলের শতরানের পর চোখের জলে ভাসেন। আর দিনের শেষে নীতীশ ইনস্টাগ্রাম স্টোরিতে বাবার কান্নার ছবি দিয়ে লেখেন, 'এটা তোমার জন্য'।
এদিন একাধিক রেকর্ডও করেন নীতীশ। তিনি অপরাজিত আছেন ১০৫ রানে। মেলবোর্নের মাঠে আট নম্বর বা তার নীচে নেমে সবচেয়ে বেশি রান করেছেন তিনি। ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি করেছেন তিনি। এছাড়া প্রথম ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ায় আট বা তার নীচে নেমে সবচেয়ে বেশি রান করেছেন।