ইংল্যান্ড: ২৮৪/৪ (আলি-১২০*, রুট-৮৮)
ভারত:
প্রথম দিনের খেলা শেষ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারদার দাপটে সাজানো চেন্নাইয়ের চেহারাটা অনেকটা পাল্টে গিয়েছে৷ সদ্য নিজেকে সামলে নিয়ে ফের মাথা উঁচু করে দাঁড়িয়েছে তামিলনাড়ুর রাজধানী৷ তবে শুক্রবার আবার ঝড় উঠল চেন্নাইয়ে৷ এবার ভারদা নয়৷ ব্রিটিশরা ব্যাট হাতে ঝড় তুললেন চিপকের বাইশ গজে৷
সিরিজ জয় করা হয়ে গিয়েছে৷ তাই বিরাটদের কাছে পঞ্চম তথা শেষ টেস্ট নেহাতই নিয়মরক্ষার৷ যদিও এই টেস্টকে কোনওভাবেই গুরুত্বহীন হিসেবে ভাবতে রাজি নন বিরাটরা৷ কুকবাহিনীকে ব্রাউনওয়াশ করেই দেশে ফেরাতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া৷ সেই মতো প্রথম দিন আপ্রাণ চেষ্টাও চালালেন রবীন্দ্র জাদেজা৷ কিন্তু ইংল্যান্ড যে শক্ত হাতে সম্মানরক্ষার লড়াইয়ে নেমেছে, তা ভালভাবেই বোঝা গেল এদিন৷
তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতাকে শ্রদ্ধা জানিয়ে কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নেমেছিলেন ক্রিকেটাররা৷ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই অবশ্য হোঁচট খান দুই ওপেনার৷ ১০ রান করে কোহলির হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন কুক৷ গত টেস্টে সেঞ্চুরি করা জেনিংসের এদিনের সংগ্রহ এক৷ তবে জো রুট এবং মঈন আলি আসতেই পাল্টে গেল ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের ছবিটা৷ দিল্লির শীতের মতোই তাঁরা জাঁকিয়ে বসলেন ক্রিজে৷ ৮৮ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে খাদের মুখ থেকে তুলে এনে আউট হলেন রুট৷ টেস্টে পঞ্চম সেঞ্চুরি হাঁকিয়ে দিনের শেষে ক্রিজে রয়ে গেলেন মঈন আলি৷
ভুবনেশ্বর কুমারের বদলে দলে ফেরা সদ্য বিবাহিত ইশান্ত শর্মা এদিন তুলে নেন একটি উইকেট৷ জাদেজার ঝুলিতে এল তিনটি৷ দ্বিতীয় দিন অশ্বিনরা জ্বলে উঠতে না পারলে ফের যে রানের পাহাড়ের সামনে দাঁড়াতে হবে বিরাটদের, তা আর বলার অপেক্ষা রাখে না৷
The post চিপকে নিয়মরক্ষার টেস্টে ছন্দে ফিরছে ইংল্যান্ড appeared first on Sangbad Pratidin.