সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মাদের জন্য নতুন চ্যালেঞ্জ ইংল্যান্ডের মাটিতে। চলতি বছরেই আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার পর বর্ডার-গাভাসকর সিরিজের জন্য অস্ট্রেলিয়া পাড়ি দেবে টিম ইন্ডিয়া। তার পর রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত যেখানে লড়াইয়ের প্রধান দাবিদার। সামনের বছর ইংল্যান্ডের বাজবলের মুখোমুখি হবেন রোহিতরা। বিসিসিআইয়ের পক্ষ থেকে ঘোষিত হল ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টেস্ট ম্যাচের সূচি।
শেষবার ২০২১-২২ সালে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারত। তখন অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। সেবার ২-২ ব্যবধানে সিরিজ ড্র হয়। কিন্তু এবার ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারালেও এবার লড়াই বিদেশের মাটিতে। ২০০৭-র পর ইংল্যান্ডকে তাঁদের দেশে টেস্ট সিরিজ হারানো অধরা রয়ে গিয়েছে। সেই সঙ্গে চতুর্থ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু হচ্ছে ইংল্যান্ড সফর দিয়ে।
[আরও পড়ুন: আফগান ক্রিকেটে ফের ভারতীয় যোগ, এবার রশিদদের দায়িত্বে ভারতের প্রাক্তন ফিল্ডিং কোচ শ্রীধর]
এই সিরিজের প্রথম টেস্ট হবে হেডিংলিতে। ২০ জুন থেকে ২৪ জুন লিডস ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। পরের টেস্ট ২ জুলাই থেকে ৬ জুলাই এজবাস্টনে। ১০ জুলাই থেকে তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে লর্ডসে। চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ২৩ জুলাই। শেষ টেস্ট হবে লন্ডনের ওভালে। ৩১ জুলাই থেকে শুরু হবে এই টেস্ট।
[আরও পড়ুন: কবাডি কূটনীতি! ভারতের সঙ্গে পোল্যান্ডের সম্পর্কের মাধ্যম খেলাও, বক্তব্য মোদির]
চলতি বছরেই ভারতে টেস্ট খেলতে এসেছিল ইংল্যান্ড। সেখানে রীতিমত দাপট দেখিয়েছিলেন যশস্বী জয়সওয়ালরা। এমনকী ইংল্যান্ডের বাজবল ক্রিকেট ধরনের পালটা হিসেবে 'জ্যাজবল' নিয়েও চর্চা শুরু হয়। ৫ টেস্টের সিরিজ ভারত জেতে ৪-১ ব্যবধানে। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজে ৭০০-র উপর রান করে রেকর্ড গড়েছিলেন যশস্বী। সিরিজের সেরাও হন তিনি। এবার ইংল্যান্ডের মাটিতে নতুন পরীক্ষা ভারতীয় দলের। সামনের বছর সেখান থেকে জয় নিয়ে ফিরবে টিম ইন্ডিয়া, আশায় দেশের ক্রিকেটপ্রেমীরা।