shono
Advertisement

ইডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগে বন্ধ শহরের একাধিক রাস্তা, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

কেমন হবে ইডেনের পিচ? প্রথম একাদশেই বা কারা খেলবেন?
Posted: 10:03 AM Jan 12, 2023Updated: 10:08 AM Jan 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে মেগা ম্যাচ। প্রায় ছ’বছর বাদে ওয়ানডে ম্যাচ পেয়েছে ইডেন (Eden Gardens)। স্বাভাবিকভাবে শহরের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহের কমতি নেই। কিন্তু একই সঙ্গে প্রাপ্তি যানজট। দীর্ঘদিন বাদে ভরদুপুরে খেলা শুরু হচ্ছে। তাও আবার ওয়ানডে ম্যাচ। ফলে দীর্ঘ সময় গোটা মধ্য কলকাতায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। যার ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের।

Advertisement

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ইডেন গার্ডেন ও ময়দানে এলাকায় রাস্তা বন্ধ থাকবে। ওই এলাকায় পার্কিংয়েও থাকছে কড়াকড়ি। ভারত-শ্রীলঙ্কার ম‌্যাচ নিয়ে ট্রাফিক পুলিশ (Traffice Police) থেকে বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্ষুদিরাম বোস রোড, অকল‌্যান্ড রোড, নর্থ ব্রুক অ‌্যাভিনিউ, গোষ্ঠপাল সরণিতে সকাল সাড়ে ১০টা থেকে সমস্ত রকমের যান চলাচল বন্ধ থাকছে। রাত সাড়ে ১১টা অবধি এই ইডেন সংলগ্ন রাস্তাগুলিতে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ থেকে অর্থাৎ এজেসি বোস রোডের (AJC Bose) একটি বড় অংশ, যার মধ্যে ডিএল খান রোড থেকে ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইনওয়ে, লাভার্স লেনে যান চলাচলে নিয়ন্ত্রণ বা বন্ধ রাখা হচ্ছে।

[আরও পড়ুন: শিল্পের জমি ফেলে রাখলে ফিরিয়ে নেবে রাজ্য, আইন সংশোধনে ছাড়পত্র মন্ত্রিসভার]

তবে এসব সত্ত্বেও উৎসাহে কোনও কমতি নেই। যা খবর তাতে সপ্তাহমাঝের ইডেনেও অন্তত হাজার ষাটেক দর্শক হচ্ছেই। তাঁদের রাতে ফেরার জন্য আবার বাড়তি ট্রেন এবং মেট্রোর ব্যবস্থাও করা হয়েছে। নিরাপত্তার জন্য ময়দান এলাকায় মতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তাকর্মী। দর্শকদের মনোরঞ্জনের জন্য ইডেনে বিশেষ লেজার শোয়ের বন্দোবস্ত থাকছে। একই সঙ্গে থাকছে পেলেকে নিয়ে এক মিনিটের তথ‌্যচিত্র।

[আরও পড়ুন: ‘আমি না জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে বসবেন না’, বেফাঁস পাঁচলার বিধায়ক]

এর বাইরে ম্যাচের খবর বলতে, ইডেনের পিচ মোটামুটি তিনশো রানের। ব‌্যাটার-বোলার দু’পক্ষের জন‌্যই কিছু না-কিছু থাকবে। তবে দ্বিতীয় ইনিংসে শিশির ফ‌্যাক্টর হতে পারে। ভারত খুব সম্ভবত গুয়াহাটি ম‌্যাচের প্রথম একাদশ নিয়েই নামছে। শ্রীলঙ্কা লাহিরু কুমারাকে খেলাতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার