স্টাফ রিপোর্টার: প্রথম দুটো ম্যাচ জিতে সিরিজ জয়ের কাজটা আগেই সেরে রেখেছেন সূর্যকুমার যাদবরা। মঙ্গলবার সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটা সেক্ষেত্রে স্রেফ নিয়মরক্ষার ছাড়া আর কিছুই নয়। তবে ভারতীয় টিম অবশ্য ব্যাপারটা একেবারেই সেভাবে দেখছে না। আর শেষ টি-টোয়েন্টি ম্যাচকে সামান্যও হালকাভাবে নিচ্ছে না কেউ।
রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলির টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের পর এখন নতুনভাবে টিম সাজাতে হচ্ছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে। পরের বিশ্বকাপের (ICC T-20 World Cup) কথা ভেবে অনেককেই দেখে নেওয়া হচ্ছে। আগের ম্যাচেই যেমন শুভমান গিলকে খেলানো হয়নি। সঞ্জু স্যামসন খেলেছিলেন। তবে সঞ্জু ব্যর্থ হয়েছেন।
[আরও পড়ুন: চুরমার ১২৪ বছরের রেকর্ড, প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে অনন্য নজির মনু ভাকেরের]
মঙ্গলবার শেষ ম্যাচেও বেশ কয়েকটা পরিবর্তন দেখা যেতে পারে। যা শোনা যাচ্ছে, তাতে অর্শদীপ সিংয়ের জায়গায় খলিল আহমেদকে খেলানোর ভাবনা চিন্তা চলছে। রিয়ান পরাগের জায়গায় খেলানো হতে পারে ওয়াশিংটন সুন্দরকে। গোটা টি-২০ সিরিজে সেভাবে ব্যাট করার সুযোগ পাননি রিঙ্কু সিং। সেক্ষেত্রে রিঙ্কুকে উপরে ব্যাট করানোর কথা ভাবা যেতে পারে। মঙ্গলবার বিশ্রাম দেওয়া হতে পারে ঋষভ পন্থকে।
[আরও পড়ুন: ১২ হাজার কোটি টাকা খরচেও হল না শেষরক্ষা! শ্যেন নদীর দূষণে পিছিয়ে গেল অলিম্পিকের ইভেন্ট]
তবে কোনওভাবেই এই ম্যাচে শ্রীলঙ্কাকে হালকাভাবে নিতে চাইবেন না কোচ গম্ভীর। কোচ হিসাবে এটাই তাঁর প্রথম সিরিজ। গুরু গম্ভীর চাইবেন, নিজের প্রথম সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে। ফলে দলে পরিবর্তন করা হলেও কোনও ভাবেই দলের ব্যালেন্স বিগড়ে যাক।
আজ টিভিতে
ভারত বনাম শ্রীলঙ্কা
সন্ধে ৭.০০, পাল্লেকেলে
সোনি স্পোর্টস