ওয়েস্ট ইন্ডিজ: ১১৪ (হোপ ৪৩ অ্যাথামেজ ২২ কুলদীপ ৬-৪, জাদেজা ৩৭-৩)
ভারত: ১১৮-৫ (ঈশান কিষান ৫২,সূর্যকুমার ১৯)
ভারত ৫ উইকেটে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি পর্ব শুরু করল রোহিত শর্মার ভারত (Indian Cricket Team)। বৃহস্পতিবার বার্বাডোজে ক্যারিবিয়ানদের ৫ উইকেটে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে অল্পবিস্তর পরীক্ষানিরীক্ষাও করল টিম ম্যানেজমেন্ট।
এদিন টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে অনভিজ্ঞ ভারতীয় বোলিং বিভাগের সামনেও সেভাবে টিকতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১১৪ রানে শেষ হয়ে গেল তাদের ইনিংস। পুরো পঞ্চাশ ওভার দূরস্ত, মাত্র ২৩ ওভারেই শেষ হয়ে গেলেন শাই হোপ, হেটমেয়াররা। ব্যাটারদের মধ্যে মাত্র চার জন দুই অঙ্কের রানে পৌঁছলেন। বাকিরা এলেন আর গেলেন। শাই হোপ সর্বাধিক রান ৪৩ করেন। ভারতের হয়ে নজর কাড়লেন দুই স্পিনার। কুলদীপ যাদব মাত্র ৩ ওভার হাত ঘুরিয়ে ৬ রান দিয়ে নিলেন চার-চারটি উইকেট। রবীন্দ্র জাদেজা ৩৭ রানে নিলেন ৩টি উইকেট। অভিষেক ম্যাচে নেমে একটি উইকেট তুললেন মুকেশ কুমারও।
[আরও পড়ুন: বিশ্বকাপের বাছাই পর্ব ও এশিয়ান গেমসের গ্রুপ বিন্যাস দেখে কী প্রতিক্রিয়া স্টিমাচের? রইল ভিডিও]
লক্ষ্য ছিল মাত্র ১১৫ রান। তাই রান তাড়া করতে নেমে শুরু থেকেই পরিক্ষানিরীক্ষার পথে হাঁটল ভারতের টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে ব্যাট করতে এলেন না অধিনায়ক রোহিত শর্মা। বদলে গিলের সঙ্গে পাঠানো হল ঈশান কিষানকে (Ishan Kishan)। বিশ্বকাপে উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে জায়গা পাকা করার মহড়ার ম্যাচে সুযোগটা কাজে লাগালেন ঈশান। ভাল একটি অর্ধশতরানের ইনিংস খেললেন তিনি। তবে উলটো দিকের ব্যাটাররা খানিকটা হলেও ব্যর্থ হলেন। গিল মাত্র ৭ রান করে ফিরলেন। এদিন ৩ নম্বরে সুযোগ দেওয়া হয়েছিল সূর্যকুমার যাদবকে। কিন্তু তিনিও সুযোগ সেভাবে কাজে লাগাতে পারলেন না। মাত্র ১৯ রান করে বাজে শট খেলে আউট হলেন ভারতের টি-২০ স্পেশ্যালিস্ট।
[আরও পড়ুন: অনন্য রেকর্ড মেসির, ১০০ ক্লাবের বিরুদ্ধে গোল করে নজির মহাতারকার]
চার নম্বরে এদিন পাঠানো হয়েছিল সহ-অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya)। কিন্তু তিনি রান আউট হয়ে যান। মজার কথা হল চার উইকেট পড়ার পরও রোহিত বা কোহলি ব্যাট করতে এলেন না। পাঠানো হল শার্দূল ঠাকুরকে। কিন্তু শার্দূল আউট হওয়ার পর বাধ্য হয়েই ব্যাট করতে আসতে হল অধিনায়ক রোহিতকে। শেষে রোহিত এবং জাদেজা মাত্র ২২ ওভার ৫ বলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন। দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলেও এই সামান্য রান তাড়া করতে গিয়ে যেভাবে ভারতকে ৫ উইকেট হারাতে হল, সেটা খানিকটা হলেও চিন্তার।