ভারত: ৪৩৮/১০ (কোহলি- ১২১, রোহিত- ৮০)
ওয়েস্ট ইন্ডিজ: ২২৯/৫ (ব্রেথওয়েট ৭৫, মুকেশ ১-৩৫, জাদেজা ২-৩৭)
তৃতীয় দিনের শেষে ২০৯ রানে এগিয়ে ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্টলে অ্যামব্রোজ, কোর্টনি ওয়ালশ, ম্যালকম মার্শাল। ক্যারিবিয়ান ক্রিকেটের স্বর্ণযুগের পেসারদের বোলিং পরিসংখ্যানে চোখ রাখলে স্পষ্টই অনুমিত হয়, কুইন্স পার্ক ওভালে তাঁদের দাপট কী পর্যায়ের ছিল। কিন্তু বর্তমান ছবি? ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শততম টেস্টে চোখ রাখলে মনে হবে সেসব বুঝি রূপকথার গল্প। কুইন্স পার্ক ওভালের ২২ গজের চরিত্রটাই যে বেমালুম বদলে গিয়েছে।
পোর্ট অফ স্পেনের মন্থর পিচ যেন বোলারদের বধ্যভূমি। টেস্টের প্রথম দুই দিন ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন ভারতীয় ব্যাটাররা। তাঁদের দেখানো পথ ধরে পালটা লড়াই ছুঁড়ে দিতে দেখা গেল ওয়েস্ট ইন্ডিজের (West Indies) ব্যাটারদেরও। সেই বধ্যভূমিতে অবশ্য কেরিয়ারের প্রথম টেস্ট উইকেটের সন্ধান পেলেন বঙ্গ-পেসার মুকেশ কুমার (Mukesh Kumar)। গতকাল উইকেট না পেলেও প্রথম স্পেলে নজর কেড়ে নিয়েছিল বঙ্গ পেসারের নিয়ন্ত্রিত বোলিং। শনিবার এল কাঙ্ক্ষিত মুহূর্ত। টেস্ট অভিষেকে প্রথম উইকেট পেলেন মুকেশ। ৩২ রানে ব্যাটিংরত কির্ক ম্যাকেঞ্জিকে আউট করেন তিনি।
[আরও পড়ুন: ত্রিপুরা ক্রিকেটে অ্যাসোসিয়েশনের দখল ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, সংঘর্ষে বেরোল আগ্নেয়াস্ত্রও!]
প্রথম ইনিংসে ভারতের ৪৩৮ রানের জবাবে শুরুটা মন্দ করেনি ওয়েস্ট ইন্ডিজ। ডমিনিকার ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে বড় রানের স্বপ্ন দেখাচ্ছিলেন দুই ক্যারিবিয়ান ওপেনার ক্রেগ ব্রেথওয়েট ও ত্যাগনারায়ণ চন্দ্রপল। তবে দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) (১-১৫)। আউট করেন চন্দ্রপলকে (৩৩)। এদিন ৮৬/১ স্কোর নিয়ে খেলা শুরু করে স্বচ্ছন্দেই এগোচ্ছিলেন ব্রেথওয়েট ও ম্যাকেঞ্জি।
তবে সেই জুটি রোহিতের মাথাব্যথা হওয়ার আগেই ‘মুশকিল আসান’ হয়ে দেখা দেন বাংলার মুকেশ (১-২৯)। লাঞ্চের পর ক্যারিবিয়ান ব্যাটিংকে টানছিলেন অধিনায়ক ব্রেথওয়েট (৭৫)। তাঁকে ফিরিয়ে দলকে মোক্ষম ব্রেক-থ্রু দিলেন রবিচন্দ্রন অশ্বিন (১-৫৭)। দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ২২৯।