সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমদানি নয় এবারে রপ্তানিতে জোর দিতে চলেছে ভারত৷ আর এই রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক৷ ২০১৯ সাল পর্যন্ত ১৩ হাজার কোটি টাকারও বেশি অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করবে ভারত৷ যা এখনকার তুলনায় প্রায় ছয় গুন বেশি৷ মঙ্গলবার ডিফেন্স রিসার্চ ও ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (DRDO) একটি অনুষ্ঠানে এই কথা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর৷
২০১৪-১৫ সালে ১.৫৮২ কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছিল ভারত৷ চলতি বছরে তা ২,০৬০ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে৷ মূলত ভিয়েতনাম, মরিশাস, বাংলাদেশ, ফিলিপিন্স, আফগানিস্তান ও ওমানে বিক্রি হয় ভারতের প্রতিরক্ষার সরঞ্জাম৷ যার মধ্যে রয়েছে সেতু গড়ার যন্ত্রপাতি, মিসাইল, যুদ্ধজাহাজ, অফ শোর প্যাট্রোল জাহাজ (OPVs) এবং সেলফ প্রপেল্ড আর্টিলারি বন্দুক৷ ভারতের OPV ইতিমধ্যেই মরিশাসের জল সুরক্ষার দায়িত্বে নিযুক্ত৷
ইতিমধ্যেই ভারতের কাছ থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ দেখিয়েছে ভিয়েতনাম৷ তবে এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন পারিক্কর৷ তিনি জানান, রপ্তানি যত বাড়বে ততই বাড়বে অস্ত্র তৈরির তাগিদ৷ গত দুই বছরে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড ও ডিফেন্স পাবলিক সেক্টর ইউনিট গুলিতে উৎপাদনের হার ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে৷ অস্ত্রের বেড়ে চলা এই রপ্তানির হার কুটনৈতিক মহলেও ভারতকে এগিয়ে রাখবে৷ একদিকে আফগানিস্তানের মতো বন্ধু দেশকে অস্ত্র রফতানি করলে পাকিস্তানকে অনেকটাই ব্যাকফুটে ফেলা যাবে৷ অন্যদিকে যদি ভিয়েতনামের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যায়, তাহলে চিনের বিরুদ্ধেও ঠান্ডা লড়াইয়ে কিছুটা এগিয়ে থাকা যাবে৷
The post ১৩ হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানির পথে ভারত appeared first on Sangbad Pratidin.