সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ওয়াকার ইউনিসের আর তর সইছে না। তাঁর তর সইছে না, আগামী ২৩ ফেব্রুয়ারির সুপার সানডে-র কথা ভেবে। তিনি আর অপেক্ষা করতে পারছেন না, ক্রিকেট পৃথিবীর সবচেয়ে প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণের। যার নাম ভারত বনাম পাকিস্তান।

বহু বছর হয়ে গেল দ্বিপাক্ষিক সিরিজ আর খেলে না দুই দেশ। ভারত-পাকিস্তানের দেখা-সাক্ষাৎ যা হওয়ার হয় আইসিসি টুর্নামেন্টে। এই যেমন, এবার হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হওয়ায় ভারতের সে দেশে যাওয়া নিয়ে জলঘোলাও হয়েছে বিস্তর। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে রফাসূত্র বেরিয়েছে। ভারত নিজেদের ম্যাচ খেলবে দুবাইয়ে। বাদবাকি দেশ পাকিস্তানে। কিন্তু তাতে ক্রিকেটমহলে উত্তেজনার ঘাটতি নেই। ওয়াকার যেমন এক সাক্ষাৎকারে বলে দিয়েছেন যে, প্রহর গোনা শুরু করে দিয়েছেন তিনি।
"ভারত-পাকিস্তান সব সময়ই বড় ম্যাচ। গোটা বিশ্ব অপেক্ষা করে থাকে এই একটা ম্যাচের জন্য। আমরাও করছি। আমি নিশ্চিত যে, আগামী ২৩ ফেব্রুয়ারি একটা দুর্ধর্ষ ম্যাচ আমরা দেখতে পাব", এক সাক্ষাৎকারে বলে দিয়েছেন ওয়াকার। তবে দেশের হয়ে ৮৭ টেস্ট ও ২৬২ ওয়ান ডে খেলে সাড়ে সাতশো আন্তর্জাতিক উইকেট নেওয়া 'ভুরেওয়ালা এক্সপ্রেস'-এর মনে হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে জশপ্রীত বুমরাহর অভাব টের পাবে ভারত। 'বুমরা দুর্ধর্ষ পেসার। যেমন গতি, তেমন আগ্রাসী। সবচেয়ে বড় কথা, অসম্ভব স্মার্ট। বুমরাহকে বিশ্বের কোনও ব্যাটারের পক্ষেই খেলা সহজ হয় না। ভারত বুমরাহকে ছাড়া নামার কথা কল্পনাও করতে পারে না।"
ভারত ছাড়াও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দাবিদার ধরা হচ্ছে পাকিস্তানকেও। কারণ, একমাত্র ভারত ম্যাচ বাদে তারা সমস্ত ম্যাচ খেলবে নিজেদের দেশে। ওয়াকারও মনে করেন, পাকিস্তান টিম একেবারে সঠিক দিশায় এগোচ্ছে। একটিই প্রার্থনা করছি, কারও যাতে চোট না লাগে। এখন এত ক্রিকেট হয় যে, সূচি অত্যন্ত ঠাসা হয়। আমার মতে, পাকিস্তান একদম ঠিকঠাক এগোচ্ছে," বলে দিয়েছেন তিনি।