ভারত: ২৩৪/৪ (গিল ১২৬*, রাহুল ৪৪)
নিউজিল্যান্ড ৬৬/১০ (মিচেল ৩৫, হার্দিক ৪/১৬)
১৬৮ রানে জয়ী ভারত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। বাকি ছিল টি-টোয়েন্টি সিরিজ। বুধবার আহমেদাবাদে ছিল সিরিজ নির্ধারক টি-টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচ খুব সহজেই জিতে নিল টিম ইন্ডিয়া। কিউয়িদের মাটি ধরিয়ে দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১-এ জিতে নিল ভারত। ঘরের মাঠে এবার ভারতের সামনে অস্ট্রেলিয়া।
এদিন ভারতের সিরিজ জয়ের আসল কারিগর শুভমন গিল। তাঁর চওড়া ব্যাটে ভর করে ভারত ২০ ওভারে করে ৪ উইকেটে ২৩৪ রান। আর সেই রান তাড়া করতে নেমে শুরুতেই ম্যাচ থেকে হারিয়ে যায় নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি ফরম্যাটে ২৩৪ পাহাড়প্রমাণ রান বলাই চলে। ভারতীয় বোলাররা যেমন শুরু থেকেই নিউজিল্যান্ডকে লাইনচ্যুত করেন, তেমনই ব্যাট হাতে শুভমন গিল একাই ম্যাচ নিয়ে যান কিউয়িদের হাতের বাইরে।
[আরও পড়ুন: স্বপ্নের ফর্মে শুভমন গিল, কিউয়ি বোলিং ধ্বংস করে পেলেন প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি]
কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন গিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ডাবল হান্ড্রেড করেছিলেন শুভমন। ইনদোরের তৃতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি হাঁকান তিনি। এর পরে এদিন টি-টোয়েন্টি-তে শুভমন বিস্ফোরণ ঘটান। মাত্র ৬৩ বলে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেন শুভমন। ১২টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারি ছিল তাঁর ইনিংসে।
এদিন শুরুতে ঈশান কিষাণের উইকেট হারায় ভারত। তখন স্কোরবোর্ডে রান মাত্র ৭। এর পরই ম্যাচের রং বদলাতে শুরু করে। রাহুল ত্রিপাঠীকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার কাজ করেন শুভমন। দলের রান যখন ৮৭ তখন ফেরেন রাহুল ত্রিপাঠী (৪৪)। তাতেও দমানো যায়নি শুভমন গিলকে। টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্যকুমার যাদব (২৪) সমীহ জাগানো নাম। তিনি এদিন বড় রান পাননি। গিলের দৌরাত্ম্য কিন্তু চলতেই থাকে। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে ১০৩ রানের পার্টনারশিপ গড়েন গিল। টি-টোয়েন্টিতে প্রথম শতরান হাঁকান শুভমন। ক্রিকেটের এই ফরম্যাটে গিলের ১২৬ রান ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।
রানের শৃঙ্গে ভারত। এই রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কিউয়িরা। দুই অঙ্কের রানে পৌঁছন কেবল দু’ জন কিউয়ি ব্যাটার। সর্বোচ্চ রান ড্যারিল মিচেলের (৩৫)। তার পরে মিচেল স্যান্টনারের ১৩ রান। এতেই বোঝা যাচ্ছে ভারতীয় বোলারদের দাপট কীরকম ছিল। ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে নিউজিল্যান্ড। পান্ডিয়া ৪টি, অর্শদীপ সিং, শিবম মাভি এবং উমরান মালিক ২টি করে উইকেট নেন। ভারতীয় বোলারদের দাপটে একশো রানও তুলতে পারল না নিউজিল্যান্ড। ৬৬ রানে থেমে গেল কিউয়িরা। ১৬৮ রানে ম্যাচ জিতল ভারত। টি-টোয়েন্টিতে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয় ভারতের।
[আরও পড়ুন: ‘৮৩ আমাকে স্বপ্ন দেখিয়েছিল, তোমরাও অনেককে প্রেরণা জোগাবে’, তিতাসদের বললেন শচীন]