shono
Advertisement

বিশ্বকাপের শুরুতেই হাড্ডাহাড্ডি লড়াই, পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরু হরমনপ্রীতদের

৫৩ রানের ইনিংস খেলে ভারতকে জেতালেন জেমাইমা রডরিগেজ।
Posted: 09:39 PM Feb 12, 2023Updated: 09:48 PM Feb 12, 2023

পাকিস্তান: ১৪৯/৪ (বিসমা ৬৮, আয়েশা ৪৩, রাধা ২/২১)

Advertisement

ভারত: ১৫১/৩ (জেমাইমা ৫৩, শেফালি ৩৩, নাশরা ২/১৫)

৭ উইকেটে জয়ী ভারত। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুর্নামেন্টের শুরুতেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (Women’s T20 World Cup) শুরুতেই হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটদুনিয়া। টানটান ম্যাচে বারবার ম্যাচের রঙ পালটে গেল। অবশেষে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল ভারত। পাকিস্তানকে (India vs Pakistan) ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেন হরমনপ্রীতরা। 

মহাম্যাচের আগেই চোট পেয়ে ছিটকে যান দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। তাঁর অভাব বেশ ভোগায় ভারতকে। মাত্র ১৫০ রানের টার্গেট তুলতে বেশ সমস্যায় পড়েন হরমনপ্রীতরা। সেই সঙ্গে চিন্তায় রাখবে ভারতের ডেথ বোলিংও। ম্যাচের শুরু থেকে পাক ব্যাটারদের একেবারেই রান করতে দেননি রাধা যাদবরা। কিন্তু শেষের ওভারগুলিতে প্রচুর রান দিয়ে ফেলেন দীপ্তি শর্মারা।

[আরও পড়ুন: খেলো ইন্ডিয়ায় ৫টি সোনা জয় ছেলের, ‘আমি আপ্লুত’, বলছেন গর্বিত বাবা আর মাধবন]

টসে জিতে ব্যাট করে পাকিস্তান। দ্বিতীয় ওভারেই ওপেনার জাভেরিয়া খানের উইকেট তুলে নেন দীপ্তি শর্মা। ভারতীয় স্পিনারদের দাপটে একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। প্রথম ১০ ওভারে মাত্র ৫৮ রান ওঠে। তবে অন্যদিকে উইকেট পড়লেও ক্রিজে জমে গিয়েছিলেন পাক অধিনায়ক বিসমা মারুফ। হাফসেঞ্চুরি করে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। অধিনায়ককে যোগ্য সঙ্গত করেন আয়েশা নাসিম। ৪৩ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে ১৪৯ রান পর্যন্ত  পৌঁছে দেন। 

১৫০ রান তাড়া করতে নেমে ভারতকে প্রথমে খুব একটা সমস্যার মধ্যে পড়তে হয়নি। পাওয়ার প্লের শেষ ওভারে ইয়াস্তিকা ভাটিয়া আউট হয়ে গেলেও রানের গতি কমেনি ভারতের। শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজ-সকলেই রান করেন। কিন্তু ১০ ওভারের পর থেকে রান তোলার গতি একেবারে কমে যায়। তবে ঠাণ্ডা মাথায় জেমাইমার সঙ্গে ম্যাচের হাল ধরেন বঙ্গকন্যা রিচা ঘোষ। চাপের মুখে কার্যকরী ইনিংস খেলে দলকে জেতান তিনি। 

[আরও পড়ুন: লাগাতার ভুলের খেসারত, বদলার ম্যাচে চেন্নাইয়ের কাছে হার ইস্টবেঙ্গলের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement