সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ছিল সিলেটে। সেই ম্যাচেও ভারতের মহিলা (Indian Women Team) দলেরই দাপট দেখা গেল। হরমনপ্রীত-স্মৃতি মান্ধানারা ২১ রানে ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল। অস্ট্রেলিয়ার পর ভারত, টানা দুসিরিজে বাংলাদেশ (Bangladesh Women Team) হোয়াইট ওয়াশ হল।
ভারতের মহিলা দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারের শেষে ভারত করে ৫ উইকেটে ১৫৬ রান। ভারতের ইনিংসে সর্বোচ্চ রান করেন হেমলতা (৩৭)। তাছাড়া স্মৃতি মান্ধানা (৩৩), হরমনপ্রীত কউর (৩০), রিচা ঘোষ (অপরাজিত ২৮) রান পান। পাওয়ার প্লেতে শেষ দুওভারে ভারত করে ৫১ রান। বাংলাদেশ হতশ্রী ফিল্ডিং করে। একাধিক ক্যাচ ছাড়ে বাংলাদেশ।
[আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে পণ্ড নাইটদের প্র্যাকটিস! মুম্বইয়ের বিরুদ্ধে নামতে পারবেন তো শ্রেয়সরা?]
ভারতের রান তাড়া করতে নেমে শুরু থেকে উইকেট খোয়াতে থাকে বাংলাদেশ। নিয়মিত ব্যবধানে উইকেট হারায় তারা। একসময়ে ৫২ রানে ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। এর পরে রীতু মণি ও শরিফা খাতুন ৫৭ রান যোগ করেন। দলের মধ্যে সর্বোচ্চ ৩৭ রান করেন রীতু। শরিফা খাতুন ২৮ রানে অপরাজিত থেকে যান। ভারতীয় বোলারদের মধ্যে রাধা যাদব তিনটি উইকেট নেন। ম্যাচের সেরা হন রাধা যাদব। সিরিজ সেরাও তিনি।