shono
Advertisement
JP Nadda

উজ্জয়িনীতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, বিশেষ সফরে মহাকাল মন্দিরে পূজা ও আরতি দর্শন

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদবের উপস্থিতিতে তিনি মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন।
Published By: Hemant MaithilPosted: 03:04 PM Dec 24, 2025Updated: 03:09 PM Dec 24, 2025

হেমন্ত মৈথিল, উজ্জয়িনী: আধ্যাত্মিক চেতনার পীঠস্থান উজ্জয়িনীতে সোমবার রাতে এক বিশেষ সফরে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদবের(Dr. Mohan Yadav) উপস্থিতিতে তিনি মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন। এই সফর ঘিরে স্থানীয় প্রশাসন ও ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Advertisement

সোমবার গভীর রাতে কেন্দ্রীয় মন্ত্রী মহাকাল মন্দিরের সান্ধ্য আরতিতে অংশগ্রহণ করেন। তিনি জানান, উজ্জয়িনীতে পা রাখলেই এক অপূর্ব আধ্যাত্মিক ও মানসিক প্রশান্তি অনুভব করেন। মন্দিরের চূড়া দর্শনের অভিজ্ঞতাকে তিনি 'অবিস্মরণীয়' বলে অভিহিত করেন। জেপি নাড্ডা (JP Nadda) বলেন, 'যেখানে সকাল-সন্ধ্যা মহাকালের আরতির ধ্বনি প্রতিধ্বনিত হয়, সেই পরিবেশে থাকা সত্যিই ভাগ্যের ব্যাপার।'

সফর চলাকালীন মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব তাঁকে নবনির্মিত 'সম্রাট বিক্রমাদিত্য হেরিটেজ হোটেল' ঘুরিয়ে দেখান। মন্দির সংলগ্ন মহারাজ ওয়াদার এই ভবনটি আগে একটি স্কুল ছিল। পর্যটন দপ্তর অত্যন্ত দক্ষতার সঙ্গে সেটিকে একটি রাজকীয় হেরিটেজ হোটেলে রূপান্তরিত করেছে। মুখ্যমন্ত্রী জানান, এই উদ্যোগের ফলে দর্শনার্থীরা উজ্জয়িনীর প্রাচীন ঐতিহ্য ও আধুনিক পরিষেবার এক অনন্য সমন্বয় উপভোগ করতে পারবেন।

জেপি নাড্ডা মধ্যপ্রদেশের বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মোহন যাদবের নেতৃত্বে রাজ্যে শিল্পায়নের জোয়ার এসেছে। একই সঙ্গে উজ্জয়িনীতে প্রাচীন রীতিনীতি বজায় রেখে যে ‘হেরিটেজ ওয়াক’ তৈরি হয়েছে, তা প্রশংসার যোগ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উজ্জয়িনীতে সোমবার রাতে এক বিশেষ সফরে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)।
  • সোমবার গভীর রাতে কেন্দ্রীয় মন্ত্রী মহাকাল মন্দিরের সান্ধ্য আরতিতে অংশগ্রহণ করেন।
  • সফর চলাকালীন মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব তাঁকে নবনির্মিত 'সম্রাট বিক্রমাদিত্য হেরিটেজ হোটেল' ঘুরিয়ে দেখান।
Advertisement