সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুতে ফের NEET পরীক্ষার্থীর আত্মহত্যা! পরীক্ষায় ব্যর্থতার ভয়ে চরম সিদ্ধান্ত পড়ুয়ার! পর পর নিট পরীক্ষার্থীদের আত্মহত্যা ঘিরে তামিলভূমে উত্তাল রাজনীতি।

শনিবার চেন্নাইয়ে দেবদর্শিনী নামে এক নিট পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নিটের প্রস্তুতি নিচ্ছিলেন দেবদর্শিনী। আগামী মাসেই নিট পরীক্ষা। নিট নিয়ে মানসিকভাবে বেশ চাপে ছিলেন ২১ বছরের ওই তরুণী। এর আগে চারবার সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছেন তিনি। এবার পরীক্ষার আগে তাই অতিরিক্ত চাপে পড়ে গিয়েছিলেন তিনি। সেই চাপেই সম্ভবত চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পরিসংখ্যান বলছে, এই নিয়ে গত ৮ বছরে ২০ জন নিট পরীক্ষার্থী আত্মঘাতী হলেন। বিষয়টি এবার রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিরোধীরা একযোগে নিশানা করছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে। এআইএডিএমকে প্রধান ই কে পালানিস্বামী বলছেন, "আর কত পড়ুয়ার মৃত্যু হল ঘুম ভাঙবে সরকারের। স্ট্যালিনের হাতে পড়ুয়াদের রক্ত লেগে আছে। এই রক্তও কি ডিএমকে সরকারকে জাগাতে পারবে না?"
আসলে নিট অর্থাৎ মেডিক্যালে সর্বভারতীয় স্তরে অভিন্ন প্রবেশিকা চালুর সময় থেকেই আপত্তি ছিল তামিলনাড়ু, কেরল-সহ কয়েকটি রাজ্যের। স্ট্যালিনের বক্তব্য ছিল, কেন্দ্র যে নিট চালু করতে চাইছে সেটা গরিব পড়ুয়াদের পক্ষে সমস্যার। উচ্চমানের ট্রেনিং এবং প্রচুর খরচ না করলে ওই পরীক্ষায় সুযোগ পাওয়া সম্ভব নয়। তাছাড়া অহিন্দিভাষীদের জন্যও নিটে সুযোগ পাওয়া কঠিন। ২০২১ সালে তামিলনাড়ুতে ক্ষমতায় আসার আগেই নিট বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতো বিধানসভায় প্রস্তাবও পাশ করান তিনি। কিন্তু সেটা কার্যকর হয়নি। সেকারণেই বিরোধীরা তোপ দাগছেন স্ট্যালিনকে।