shono
Advertisement

কুকুরের লড়াইয়ের আসরে মৃত্যু পোষ্যের, আয়োজককে হত্যা করে বদলা নিল যুবক

মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Posted: 03:05 PM Mar 04, 2023Updated: 03:05 PM Mar 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেআইনি কুকুরের লড়াই (Dog Fight) আয়োজন করা হয়েছিল গুরগাঁওয়ে (Gurugram) একটি গ্রামে। সেই ঘটনাকে কেন্দ্র করে গোলমালে খুন হলেন কুকুরের লড়াইয়ের আয়োজক যুবক। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশি পিস্তল দিয়ে যুবককে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাজকমল। তাঁর উদ্যোগেই গুরগাঁওয়ের বাষ্পদমকা গ্রামে আয়োজিত হয় কুকুরের লড়াই। রাজকমলকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে হিতেশ, আনন্দ কুমার এবং ভূপেন্দ্রর বিরুদ্ধে। হত্যা কেন?

[আরও পড়ুন: ইউটিউব দেখে বাড়িতেই নকল নোট ছাপালেন যুবক! তদন্তে নেমে তাজ্জব পুলিশ]

২৬ ফেব্রুয়ারি কুকুরের লড়াই চলাকালীন আনন্দের কুকুর মারা যায়। এরপরেই ঘটনা অন্যদিকে মোড় নেয়। কুকুরের লড়াইকে কেন্দ্র করে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন রাজকমল। পোষ্যের মৃত্যুর পর সেখানে নিজের অসন্তোষ প্রকাশ করেন আনন্দ। হোয়াটসঅ্যাপ গ্রুপে উত্তেজিত বাক্যবিনিময় শুরু হয় আনন্দ ও রাজকমলের মধ্যে। শেষে আনন্দকে গ্রুপ থেকে বার করে দেন রাজকমল।

[আরও পড়ুন: বিদেশের মাটিতে দেশের বদনাম বরদাস্ত নয়, রাহুল গান্ধীকে আক্রমণ বিজেপির]

পুলিশের দাবি, এর পরেই বদলা নিতে রাজকমলকে খুনের ছক কষে আনন্দ এবং তাঁর দুই সঙ্গী। সেই মতো হিতেশ এবং ভূপেন্দ্রকে নিয়ে হামলা চালায় আনন্দ। রাজকমলের হাতে এবং পেটে গুলি লাগে। পরে মৃত্যু হয় তাঁর। এদিকে অভিযুক্তদের গ্রেপ্তারির পর তাঁদের কাছ থেকে একটি দেশি বন্দুক এবং কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ৩ অভিযুক্তকে জেরা করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে গুরগাঁওয়ের পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement