সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সরকারের আবাসন প্রকল্পে বিশেষভাবে সক্ষমদের জন্য চার শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটা জানিয়েছে গৃহ ও নগর বিষয়ক মন্ত্রক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের আবাসন বরাদ্দে বিশেষভাবে সক্ষমদের জন্য চার শতাংশ সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা সকলের মধ্যে সমতা বজায় করার জন্য সরকারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ এবং ‘সুগম্য ভারত অভিযানে’র অংশ হিসাবে সকলের জন্য সমান অধিকারকে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চার শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত সরকারের এক যুগান্তকারী চিন্তাভাবনার প্রতিফলন।
২০১৬ সালে বিশেষভাবে সক্ষমদের অধিকার আইন অনুযায়ীই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশেষভআবে সক্ষমদের জন্য ২০১৫ সালের ৩ ডিসেম্বর ‘সুগম্য ভারত অভিযান’ কর্মসূচি শুরু করা হয়। কিন্তু কী এই সুগম্য ভারত অভিযান? সুগম্য ভারত যা অ্যাক্সেসিবল ইন্ডিয়া ক্যাম্পেইন নামেও পরিচিত। কেন্দ্রীয় সরকারের তরফে দেশব্যাপী এই প্রকল্পের সূচনা করা হয়েছিল। যার মূল লক্ষ্য ছিল বিশেষভাবে সক্ষমদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করা। সেই চিন্তাভাবনা থেকেই এবার বিশেষভাবে সক্ষমদের জন্য আবাস যোজনায় চার শতাংশ বরাদ্দ ঘোষণা করল কেন্দ্র।
