shono
Advertisement

মহরমের শোভাযাত্রার শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনা! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৪ জনের

আহত ১০ জন।
Posted: 02:48 PM Jul 29, 2023Updated: 03:41 PM Jul 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার মহরমের (Muharram) তাজিয়া বের করার সময় মর্মান্তিক দুর্ঘটনা ঝাড়খণ্ডে (Jharkhand)। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ৪ জন। আহত ১০। রাজ্যের বোকারোয় ঘটেছে এই দুর্ঘটনা। শোকের ছায়া এলাকায়।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালে তাজিয়া বের করার সময় আচমকাই ধর্মীয় পতাকা বাঁধা লোহার রডের সঙ্গে হাই টেনশন তারের স্পর্শ লেগে যায়। সঙ্গে সঙ্গে তড়িদাহত হন অনেকে। তারটি ১১ হাজার ভোল্টের ছিল। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

[আরও পড়ুন: গুলি ও ধারালো অস্ত্রের কোপে মগরাহাটে ‘খুন’ তৃণমূলের জয়ী প্রার্থী, আশঙ্কাজনক তাঁর প্রতিবেশীও]

৮ জন আহতকে বোকারো জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ৪ জনের মৃত্যু হয়। বাকিদের মধ্যে ৩ জনের অবস্থা সংকটজনক। এছাড়াও আরও অন্তত ৬ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত মাসে উলটো রথের যাত্রার সময় ত্রিপুরায় বৈদ্যুতিক তারের স্পর্শে তড়িদাহত হয়ে প্রাণ হারান ৭ জন। নিহতদের মধ্যে ছিলেন ৩ জন মহিলা ও ৩ জন শিশু। আহত হন ১৬ জন। এবার মহরমের শোভাযাত্রার সময়ও একই ভাবে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

[আরও পড়ুন: অমরনাথ যাত্রা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে দুই বাস, মৃত অন্তত ৬]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement