shono
Advertisement
Andhra Pradesh

অন্ধ্রপ্রদেশে ওষুধের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত ৪, আহত কমপক্ষে ২০ জন

আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
Published By: Kishore GhoshPosted: 05:34 PM Aug 21, 2024Updated: 06:13 PM Aug 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশে একটি ওষুধের কারখানায় মধ্যাহ্ন বিরতি চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার ৪ জন কর্মীর। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। চলছে উদ্ধারকাজ।

Advertisement

বুধবার অন্ধ্র্রের অচুতাপুরম স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত Escientia ওষেধুর কারখানায় বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর্মীরা যখন মধ্যাহ্ন বিরতিতে খাওয়াদাওয়া করছিলেন, সেই সময় আচমকা বিস্ফোরণ ঘটে। কারখানার যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে, ওই কারখানা থেকে আহত কর্মীদের নিয়ে অ্যাম্বুলেন্স ছুটছে হাসপাতালের দিকে। গোটা কারখানা তখন ধূসর ধোঁয়ায় ঢাকা। উপস্থিত কর্মীরা নাকমুখে ঢাকা দিচ্ছেন।

 

[আরও পড়ুন: রাষ্ট্রের রোষে যুবক থেকে বৃদ্ধ! বাংলাদেশে ৩৭ বছর কারাবাসের পর ঘরে ফিরলেন শাহজাহান]

আনাকাপল্লির পুলিশকর্তা দীপিকা পাটিল জানিয়েছেন, বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৪ জনের। ২০ জন আহত। ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত, উদ্ধার অভিযান চলছে। আহতদের স্থানীয় আনাকাপল্লি এনটিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল তা এখনও স্পট নয়।

 

[আরও পড়ুন: এবার ছত্তিশগড়, ১৭ জন মিলে আদিবাসী মহিলাকে গণধর্ষণ! গ্রেপ্তার ৬]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার অন্ধ্র্রের অচুতাপুরম স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত ওষেধুর কারখানায় বিস্ফোরণ ঘটে।
  • ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল তা এখনও স্পট নয়।
Advertisement