সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন নিপীড়নে বাধা দেওয়ায় পাঁচ বছরের শিশুকে খুন! তামিলনাড়ুর কাঞ্চিপুরমের এই ঘটনায় ২২ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বলদেব মাসুদা অসমের বাসিন্দা।
জানা গিয়েছে, শিশুটির মা বাবা বিহারের বাসিন্দা। বর্তমানে তামিলনাড়ুর কারুমাঙ্গাঝানি গ্রামে বসবাস করেন তাঁরা। এখানেই একটি কারখানায় কাজ করেন দু’জনেই। অভিযোগ, গত ৯ জুন তাঁদের পাঁচ বছরের সন্তান হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এরপর পুলিশে অভিযোগ জানানো হয়। শিশুটির খোঁজে তল্লাশি চালানোর মাঝেই গ্রামের থেকে বেশ কিছুটা দূরে শিশুটির পঁচাগলা দেহ উদ্ধার হয়।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল, মাথায় আঘাত লাগার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। এরই মধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে মাসুভা শিশুটিকে তুলে নিয়ে গিয়েছিল। এরপরই মাসুভাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মাসুভা নিজের দোষ স্বীকার করে নেয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটিকে যৌন নিপীড়ন করার সময় সে কান্নাকাটি শুরু করলে পাথর দিয়ে তার মাথায় হামলা করে মাসুভা। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় মাসুভাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
