সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শেষ 'মন কি বাতে' দেশবাসীর সামনে ভারতের সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবারের অনুষ্ঠানে মোদি বলেন, ২০২৫ সাল ছিল দেশের নিরাপত্তা, ক্রীড়া এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের জন্য গর্বের বছর। এই বছর দেশ বহু মাইলফলক অর্জন করেছে যার প্রভাব বিশ্বজুড়ে দেখা গিয়েছে বলে জানিয়েছেন তিনি।
মাসিক 'মন কি বাত' অনুষ্ঠানে তিনি বলেন, '২০২৫ সাল ছিল ভারতের জন্য গর্বের মাইলফলকের বছর। জাতীয় নিরাপত্তা, খেলাধুলা, বৈজ্ঞানিক উদ্ভাবন বা বিশ্বের বৃহত্তম প্ল্যাটফর্ম যাই হোক না কেন, ভারতের প্রভাব সর্বত্র দেখা গিয়েছে।' পাশাপাশি, ফের একবার অপারেশন সিন্দুরের কথা বলেন মোদি। তিনি মনে করিয়ে দেন, অপারেশন সিঁদুরে দেশের সশস্ত্র বাহিনী পাকিস্তানে ঢুকে সেদেশে থাকা সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করে।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০২৫ সাল ক্রীড়াক্ষেত্রে জন্য একটি স্মরণীয় বছর। ভারতের পুরুষ ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এবং মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে। এছাড়াও, মহিলাদের ব্লাইন্ড ক্রিকেটে টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। তিনি মনে করিয়ে দেন, এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বড় জয়ের পর, বিশ্ব চ্যাম্পিয়নশিপেও প্যারা-অ্যাথলিটরা দেশের নাম উজ্জ্বল করেছেন।
মোদি আরও বলেন, ভারত বিজ্ঞান ও মহাকাশের ক্ষেত্রে বড় অগ্রগতি করেছে। মোদি মনে করিয়ে দেন, ২০২৫ সালে শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান।
