সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্বস্তি বেড়েই চলেছে দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি যশবন্ত বর্মার। এবার তাঁর বদলির বিরুদ্ধে চিঠি লিখে সরব হলেন দেশের ছয় রাজ্যের বার অ্যাসোসিয়েশনের প্রধান। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নাকে চিঠি লিখেছেন বার অ্যাসোসিয়েশনের প্রধানেরা। সেখানে বলা হয়েছে, বদলি নয়, বিচারপতি বর্মাকে সব কাজ থেকে সরাতে হবে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন গুজরাট হাই কোর্ট, এলাহাবাদ হাই কোর্ট, কর্নাটক হাই কোর্ট, কেরল হাই কোর্ট এবং লখনউয়ের বার অ্যাসোসিয়েশনের প্রধানরা। উল্লেখ্য, দোলের ছুটি চলাকালীন বিচারপতি বর্মার বাড়িতে আগুন লাগে। তখনই তাঁর বাড়িতে বিপুল পরিমাণ নগদ পান দমকল কর্মীরা। এরপর বিচারপতির বাড়ির কাছে রাস্তা থেকেও পাঁচশো টাকার পোড়া নোট উদ্ধার হয়। এখনও পর্যন্ত ওই অর্থের উৎস জানা যায়নি। এই ঘটনায় হইচই শুরু হওয়ার পর ২০ ও ২৪ মার্চ দুটি আলাদা বৈঠকের বিচারপতি বর্মাকে দিল্লি হাই কোর্ট থেকে এলাহাবাদ হাই কোর্টে পাঠানোর সুপারিশ করা হয়। যদিও বেঁকে বসে এলাহাবাদ হাই কোর্টের বার অ্যাসোসিয়েশন।
এলাহাবাদ হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল তিওয়ারির বক্তব্য, বিচারপতি বর্মাকে কোনও আদালতেই বদলি করা উচিত হবে না। “কোনও আদালতই আবর্জনার স্তূপ নয়।” আরও বলেন, “ভারতের প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে যে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে তাঁর দিল্লিতেই থাকা উচিত।” এমনকী জনগণের আস্থা ফেরাতে অভিযুক্ত বিচারপতির সমস্ত রায় পর্যালোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। নগদকাণ্ডে সিবিআই কিংবা ইডির তদন্তের দাবিও জানিয়েছেন এলাহাবাদ হাই কোর্টের বিচারপতিরা।
এবার বার অ্যাসোয়িসেশনের প্রধানেরা প্রধান বিচারপতিকে জানিয়েছেন, নগদ উদ্ধারের ঘটনায় বিচারপতি বর্মাকে জবাবদিহি করতে হবে। তাঁর বিরুদ্ধে উপযুক্ত তদন্ত করা প্রয়োজন। এরপর বিচারপতি বর্মার বদলির নির্দেশ প্রত্যাহারের অনুরোধ জানান তাঁরা। তাঁদের অনুরোধ, বিচারপতি বর্মাকে সমস্ত প্রশাসনিক দায়িত্ব থেকেই অব্যাহতি দেওয়া হোক। সব মিলিয়ে বিচারপতিকে নিয়ে উত্তেজনা বাড়ছে।