shono
Advertisement
Maharashtra

৬০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, নাসিকে দুর্ঘটনায় মৃত ৬, শোকপ্রকাশ মোদির

মৃতদের পরিবারকে ৫ লক্ষ্য টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর।
Published By: Kishore GhoshPosted: 11:54 PM Dec 07, 2025Updated: 11:55 PM Dec 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের নাসিকে ভয়ংকর দুর্ঘটনা। ৬০০ গভীর খাদে পড়ল গাড়ি। এই ঘটনায় গাড়িতে থাকা ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে নামে রাজ্য বিপর্য মোকাবিলা বাহিনী। ইতিমধ্যে মৃতদের চিহ্নিত করেছে প্রশাসন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভয়াবহ দুর্ঘটনায় ছ'জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

Advertisement

পুলিশ জানিয়েছে, রবিবার বিকলে চারটে নাগাদ দুর্ঘটনা ঘটে নাসিকের সপ্তসিরিং ঘাট এলাকায়। একটি টয়োটা ইনোভা গাড়িতে চালক-সহ ৭ জন ছিলেন। সেটি কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গাড়িটি। গাড়িতে থাকা ছয় জনের মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ঘটনার খবর পায় পুলিশ। পরে উদ্ধারকাজে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

নাসিকে দুর্ঘটনায় ছয় ব্যক্তির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, "মহারাষ্ট্রের নাসিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।" শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও। তিনি মৃতদের পরিবারকে ৫ লক্ষ্য টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশ জানিয়েছে, রবিবার বিকলে চারটে নাগাদ দুর্ঘটনা ঘটে নাসিকের সপ্তসিরিং ঘাট এলাকায়।
  • প্রাথমিক ভাবে ঘটনার খবর পায় পুলিশ। পরে উদ্ধারকাজে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।
Advertisement