সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী 'সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স' (CISF)-এর ধাঁচে নয়া নিরাপত্তাবাহিনী গড়তে চলেছে বিহারের এনডিএ সরকার। যার নাম হতে চলেছে 'বিহার ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স' (BISF)। বিনিয়োগ টানতে এবং শিল্পপতিদের নিরাপত্তার স্বার্থে এই উদ্যোগ নিচ্ছে নীতীশ সরকার। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছেন রাজ্যের শিল্পমন্ত্রী দিলীপ জয়সওয়াল।
রবিবার পাটনায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, রাজ্যে বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। ব্যবসায়ীরা যাতে নির্ভয়ে এখানে বিনিয়োগ করতে পারেন তা নিশ্চিত করব আমরা। সেই লক্ষ্যেই নয়া নিরাপত্তাবাহিনী তৈরি করা হচ্ছে। যার নাম হবে বিআইএসএফ। নয়া এই নিরাপত্তাবাহিনীর কাজ হবে শিল্পপতি ব্যবসায়ীক ক্ষেত্রগুলির নিরাপত্তা নিশ্চিত করা। খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত প্রস্তাব পাঠানো হবে সরকারের কাছে।
উল্লেখ্য, বিহারের মতো রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা চিরকালই প্রশ্নের মুখে। দিন দুপুরে খুন, ডাকাতির মতো ঘটনা আকছার ঘটে এই রাজ্যে। মাফিয়ারাজ, তোলাবাজি এমনকী ব্যবসায়ীদের অপহরণের মতো ঘটনাও নেহাত কম নয়। যার ফল, দেশের বড় শিল্পপতিরা খুব একটা ধার মাড়ান না বিহারের। চির চেনা বিহারের সেই রূপ বদলে ফেলতেই এবার কোমর বেঁধে নামতে চলেছে নীতীশ সরকার। খোদ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী ৫ বছরে ৫০ লক্ষ কোটির বিনিয়োগ আনা হবে বিহারে। তবে সেই লক্ষ্যে পৌঁছতে গেলে সবার আগে প্রয়োজন শিল্পপতি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা সুনিশ্চিত করা। সে কথা মাথায় রেখেই এবার মাঠে নামল নীতীশের সরকার।
শুধু তাই নয়, রাজ্যে বিনিয়োগ টানতে নিয়ম কানুনে পরিবর্তন এনে বাণিজ্যকে আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে আধুনিক খাদ্য প্রক্রিয়াকরণ এবং সরবরাহ সুবিধা-সহ ৫টি নতুন মেগা ফুড পার্ক, ১০টি শিল্প পার্ক এবং ১০০টি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ পার্ক তৈরি করা হচ্ছে। শিল্পক্ষেত্রে দক্ষ কর্মী এবং উদ্যোক্তা তৈরিতে ৭ লক্ষ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। সমস্ত জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর শিল্প কেন্দ্র স্থাপন করবে নীতীশ সরকার।
