shono
Advertisement
Luxury Bus falls

হল না দ্বারকা দর্শন! পাহাড়ি খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস, মৃত অন্তত ৭

Published By: Paramita PaulPosted: 10:49 AM Feb 02, 2025Updated: 11:00 AM Feb 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ভোরে মহারাষ্ট্রে বড়সড় দুর্ঘটনা। খাদে পড়ল বিলাসবহুল বাস। প্রাণ গেল ৭ জন পুণ্যার্থীর। আহত আরও ১৫ জন। দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিক-গুজরাট হাইওয়েতে।

Advertisement

জানা গিয়েছে, বাসটি মহারাষ্ট্রের ত্রিম্বাকেশ্বর থেকে গুজরাটের দ্বারকার দিকে যাচ্ছিল। দেবদর্শনে বেরিয়েছিলেন যাত্রীরা। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ নাসিক-গুজরাট হাইওয়ে ধরে যাওয়ার সময় পাশের পাহাড়ি খাদে পড়ে যায় বাসটি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটি দুটুকরো হয়ে গিয়েছে। সকল যাত্রীই গুরুতর জখম। তাঁদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর আহত। নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা গিয়েছে, বাসযাত্রীরা সকলেই মধ্যপ্রদেশের গুনা, শিবপুরী এবং অশোকনগরের বাসিন্দা। ২৩ ডিসেম্বর থেকে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন ৪৬ জন পুণ্যার্থী। চারটি বাসে চেপে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে, মহারাষ্ট্র এবং গুজরাটের তীর্থস্থান বেড়ানোর পরিকল্পনা ছিল। সেই চারটি বাসের একটি এদিন পাহাড়ি খাদে পড়ে। 

কীভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভোরের দিকে কুয়াশা ছিল। চালকেরও চোখে ঘুম জড়িয়ে এসেছিল। তার ফলেই নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন তিনি। রাস্তার পাশে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার ভোরে মহারাষ্ট্রে বড়সড় দুর্ঘটনা।
  • প্রাণ গেল ৭ জন পুণ্যার্থীর।
  • আহত আরও ১৫ জন।
Advertisement