shono
Advertisement

প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তে সমর্থন এই খুদেরও

টিপ্পনি কেটে কেউ কেউ বলছেন, নোট বাতিলে দেশের যে ভালই হবে একরত্তি মেয়েটা বুঝল, আর বিরোধীরা বুঝল না! The post প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তে সমর্থন এই খুদেরও appeared first on Sangbad Pratidin.
Posted: 02:32 PM Nov 30, 2016Updated: 09:03 AM Nov 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা দেশ প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে তোলপাড়৷ চলছে সমালোচনার বন্যা৷ নোট নাকচকে ঘিরে রীতিমতো ধুন্ধুমার জাতীয় রাজনীতিতে৷ আর এসবের মধ্যেই আশ্চর্য শান্ত একরত্তি মেয়েটি৷ প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্ত খুব মনে ধরেছে তার৷ কেননা  তার বিশ্বাস, এতে গরিব মানুষের ভাল হবে৷

Advertisement

বছর সাতেকের শ্রেয়া বেঙ্গালুরুর বাসিন্দা৷ প্রধানমন্ত্রীর যে সে বড় ‘ফ্যান’ এ কথা স্বীকার করতে কোনও দ্বিধা নেই তার৷ না, এখনও রাজনীতির চোরাগলি তাকে টেনে নেয়নি৷ আর তাই সে দ্বিধাহীন বলতে পারে, “প্রধানমন্ত্রী সকলের পাশে এসে দাঁড়ান৷ সব্বাইকে সাহায্য করেন৷ আমিও তাই তাঁকে সমর্থন করছি৷ নোট বাতিল করে ভালই করেছেন তিনি৷ কেননা এতে গরিব মানুষের অনেক উপকার হবে৷”

তার এ কথা সে লিখে জানিওয়েছে প্রধানমন্ত্রীকে৷ চিঠিতে বাতিল নোটের উপর ঢ্যারা দিয়েছে শ্রেয়া৷ সে নোটে শিশুমনের কল্পনাতে ঠাঁই পেয়েছে কার্টুন চরিত্রও৷ তার আশা, প্রধানমন্ত্রীর নিশ্চয়ই এই উপহার খুব পছন্দ হবে৷

শ্রেয়ার চিঠি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই নানা প্রতিক্রিয়ার ছড়াছড়ি৷ নোট বাতিলকে যাঁরা সমর্থন করছেন তাঁদের অধিকাংশেরই মত, ভাবীকাল এতে সুরক্ষিত থাকবে৷ আজ ভোগান্তি হলেও বাচ্চাদের ভবিষ্যৎ অন্তত নষ্ট হবে না৷ আর এক খুদের মুখেই সে কথা শুনে বিস্মিত বড়রাও৷ তবে টিপ্পনি কেটে কেউ কেউ বলছেন, নোট বাতিলে দেশের যে ভালই হবে একরত্তি মেয়েটা বুঝল, আর বিরোধীরা বুঝল না!

The post প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তে সমর্থন এই খুদেরও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement