সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুম্ভমেলায় হামলার ছক ছিল তাদের৷ তবে এটিএসের তৎপরতায় বানচাল হল সেই ছক৷ আইএসের সঙ্গে যোগ রয়েছে এই সন্দেহে মহারাষ্ট্রের থানে এবং ঔরঙ্গাবাদ থেকে ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে এক নাবালকও রয়েছে। ধৃতদের সঙ্গে আইএসের যোগ রয়েছে বলে জানিয়েছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএস। তদন্তকারীদের দাবি, কুম্ভমেলায় এবং সাধারণতন্ত্র দিবসে হামলা চালানোর পরিকল্পনা করছিল ওই জঙ্গিরা। স্লিপিং সেল হিসাবে কাজ করছিল তারা। কয়েক সপ্তাহ আগেই এটিএসের কাছে গোপন সূত্রে এই খবর আসে৷ সেই অনুযায়ী শুরু হয় তল্লাশি অভিযান৷ তাতেই সাফল্য পান আধিকারিকরা৷ বুধবার এটিএসের জালে ধরা পরে ওই ৯ জন৷
[পুড়ে খাক হয়ে যাবে চিন-পাকিস্তানের ট্যাঙ্ক, নয়া অস্ত্রে বলীয়ান সেনা]
অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএস সূত্রে জানানো হয়েছে, যে কোনও সময় হামলা চালাতে পারে ওই জঙ্গিরা। খবর পেয়ে মঙ্গলবার রাতে থানের মুম্বরা ঔরঙ্গাবাদের ৫ জায়গায় তল্লাশি চালায় তারা। তল্লাশিতে রাসায়নিক, বিস্ফোরক, মোবাইল ফোন, হার্ড ডিস্ক, সিম কার্ড, অ্যাসিডের বোতল ও ছুরি উদ্ধার হয়েছে। ধৃতদের নাম প্রকাশ করেননি আধিকারিকরা৷ তবে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ২ জনের বয়স ২০-২৫ এর মধ্যে। তাদের ঔরঙ্গাবাদের কাইজার কলোনি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঔররঙ্গাবাদ থেকেই ৩৫ বছরের আরেক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বরা থেকে গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে৷ ধৃতদের মধ্যে ১ জনের বয়স ১৭ বছর বলে জানিয়েছেন গোয়েন্দারা। ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও বেআইনি কাজে জড়িত থাকার ধারায় মামলা রুজু হয়েছে। উল্লেখ্য, মাসখানেক আগে দিল্লি ও উত্তরপ্রদেশের একাধিক স্থানে তল্লাশি চালিয়ে আইএসের সঙ্গে যুক্ত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করেছিল এনআইএ৷
The post কুম্ভমেলায় হামলার ছক বানচাল, গ্রেপ্তার ৯ আইএস সহযোগী appeared first on Sangbad Pratidin.