shono
Advertisement

ওয়ানড়ে পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ২৫ ফুট গভীরে জিপ, মৃত অন্তত ৯

ভেঙে দু'টুকরো হয়ে গিয়েছে জিপটি।
Posted: 06:57 PM Aug 25, 2023Updated: 06:57 PM Aug 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের (Kerala) ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৯ জনের। গুরুতর আহত আরও দু’জন। শুক্রবার বিকেলে ওয়ানড়ে (Wayanad) ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। জানা গিয়েছে, পাহাড়ি পথ ধরে এগোনোর সময়েই উলটে যায় একটি জিপ। ২৫ ফুট নীচে একটি গিরিখাতে পড়ে যায় জিপটি। ১১ জন যাত্রীর মধ্যে ৯ জনই মারা যান ঘটনাস্থলে। তাঁদের মধ্যে অধিকাংশই মহিলা।

Advertisement

ওয়ানড়ের পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত জিপের যাত্রীরা সকলেই পেশায় নির্মাণ শ্রমিক। কাজের শেষে বাড়ি ফিরছিলেন তাঁরা। বিকেল সাড়ে চারটে নাগাদ একটি বাঁকে ঘুরতে গিয়েই জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তা থেকেই সোজা পড়ে যায় ২৫ ফুট গভীর খাদে। পাথুরে এলাকায় পড়ে গিয়ে দু’টুকরো হয়ে যায় জিপটি। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় অন্তত পাঁচজনের।

[আরও পড়ুন: কবির সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা হতেই খুন! ২০ বছর পর জেলমুক্ত উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী]

ঘটনার খবর পেয়েই ছুটে যান স্থানীয়রা। তবে উদ্ধারকাজ চলাকালীনই আরও চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দু’জনকে উদ্ধার করা হয়েছে। ওয়ানড়ের মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে বলেই খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে ছ’জনই মহিলা। তবে এখনও সকলের নাম বা পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতরা সকলেই ওয়ানড়ের বাসিন্দা।

মর্মান্তিক এই দুর্ঘটনার পরই প্রশ্ন উঠেছে ওয়ানড়ের পাহাড়ি রাস্তার নিরাপত্তা নিয়ে। ৯ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন কেরলের বনমন্ত্রী একে শশিধরণ। তাতেও অবশ্য দুর্ঘটনা নিয়ে প্রশ্নের মুখে কেরলের সরকার ও প্রশাসন। এই ঘটনার পরেই শোক প্রকাশ করেছেন ওয়ানড়ের সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেন, ইতিমধ্যেই প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। 

[আরও পড়ুন: বিশ্বকাপের আগে অনলাইন বেটিংয়ে রাশ, বড়সড় পদক্ষেপ কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement