সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গভীর জঙ্গল। শাবক মুখে এগিয়ে যাচ্ছে বিরল কালো চিতাবাঘ। বনদপ্তরের লাগানো ক্যামেরায় ধরা পড়েছে এমন ছবি। তবে এই ছবি বাংলা নয়, ওড়িশার নয়াগড় জঙ্গলে দেখা গিয়েছে বিরল এই চিতাবাঘ। এই ছবি ধরা পড়ায় খুশি সেই রাজ্যের বনদপ্তর।
চিতাবাঘের ছবি দিয়ে এই খুশির খবর সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ওড়িশার প্রধান মুখ্য বনপাল প্রেমকুমার ঝা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'বিরল মেলানেস্টিক চিতাবাঘের দেখা মিলেছে। এই কালো চিতাবাঘ ইকোসিস্টেমের জন্য খুব গুরুত্বপূর্ণ।' অল ওড়িশা লেপার্ড এস্টিমেশন ২০২৪-এর সমীক্ষা অনুসারে জানা গিয়েছে, ওড়িশার তিনটি জঙ্গলে এই ধরনের চিতাবাঘ রয়েছে। তবে এই প্রথম নয়, ২০২৩ সালের নভেম্বর মাসে বাঘ সুমারির সময় ওড়িশার দুটি ভিন্ন জায়গায় কালো চিতাবাঘের দেখা মেলে। এই চিতাবাঘগুলি সাধারণত খুব লাজুক স্বভাবের হয়ে থাকে। সাধারণত গভীর জঙ্গলেই থাকে তারা।
গত বছরের মে মাসে একটি সমীক্ষা করে ওড়িশা সরকার। ২০২৪ সালের ৩ অক্টোবর সমীক্ষার ফলাফল প্রকাশ করে প্রশাসন। সেখানেই দেখা যায় ওড়িশায় মোট ৬৯৬টি চিতাবাঘ রয়েছে। সমীক্ষায় ২৮৪টি ক্যামেরা ব্যবহার করে প্রশাসন।