shono
Advertisement
Chennai

বন্ধ ফ্ল্যাটে তিনমাস পড়ে প্রেমিকার দেহ, দুর্গন্ধ ঢাকতে কেমিক্যাল স্প্রে চিকিৎসক প্রেমিকের!

তরুণীর দেহ উদ্ধারের পাশাপাশি, তাঁর বাবার দেহও উদ্ধার হয়েছে একই ফ্ল্যাট থেকে।
Published By: Subhankar PatraPosted: 07:03 PM Jan 31, 2025Updated: 08:05 PM Jan 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকাকে 'খুন' করে পালিয়ে গিয়েছিলেন প্রেমিক। তিনমাস পর তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার যুবতীর পচাগলা দেহ। পাশাপাশি উদ্ধার হয়েছে যুবতীর বাবার দেহও। হাড়হিম করা ঘটনাটি চেন্নাইয়ের। অভিযুক্ত প্রেমিক স্যামুয়েল সাম্পাথকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম সিন্থিয়া। বয়স ৩৭ বছর। তিনমাস আগে তিনি অসুস্থ বাবাকে নিয়ে প্রেমিকের বাড়িতে আসেন। জানা গিয়েছে, প্রেমিকই তাঁকে ফ্ল্যাটে এসে থাকতে বলেন। তবে অসুস্থ বাবার ডায়ালিসিস চলায় তাঁকে নিয়ে চলে আসেন যুবতী। সেখানেই থাকছিলেন তাঁরা। কিছুদিন পরই প্রেমিকের বাড়িতে সিন্থিয়ার বাবার থাকা নিয়ে বচসা বাঁধে দুজনের মধ্যে। ধাক্কাধাক্কি শুরু হয়। অভিযোগ, সেই সময় সিন্থিয়াকে উপর থেকে নিচে ফেলে দেন স্যামুয়েল। সেখানেই মৃত্যু হয় যুবতীর। ময়নাতদন্তের রিপোর্টে মাথায় গুরতর আঘাতের কথা বলা হয়েছে।

এরপরই শুরু আসল খেলা! মৃতদেহ লুকিয়ে রাখতে বাড়িকেই নিরাপদস্থল মনে করেন স্যামুয়েল। চিকিৎসা বিজ্ঞানের পদ্ধতি ব্যবহার করেন তিনি। এসি ঘরে দেহ রেখে কেমিক্যাল স্প্রে ছড়িয়ে ফ্ল্যাট বন্ধ করে পালিয়ে যান স্যামুয়েল। অসুস্থতার জন্য ঘটনার কোনও প্রতিবাদই করতে পারেননি সিন্থিয়ার ৭৮ বছরের বৃদ্ধ বাবা। ঘরবন্দি হয়ে পড়েন তিনি। অসুস্থতার জেরে বাড়িতেই মৃত্যু হয় তাঁরও।

এদিকে দীর্ঘদিন ফ্ল্যাট বন্ধ থাকায় এলাকার বাসিন্দাদের মনে খটকা লাগে, তবে বিষয়টি কেউ আমল দেয়নি। কিন্তু ঘর থেকে পচাগন্ধ পেতেই পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে দরজা ভেঙে বাবা ও মেয়ের পচাগলা দেহ উদ্ধার করে। তারপরই গ্রেপ্তার করা হয় স্যামুয়েলকে। এদিকে বাবা ও মেয়ের নিখোঁজ অভিযোগ দায়ের করে তাঁদের এক আত্মীয়। তদন্তে নেমে পুলিশ সব কিছু খতিয়ে দেখে সিন্থিয়াদের বাড়িতে খবর দেয়। তাঁরা দেহ শনাক্ত করে। অভিযুক্ত জেরায় খুনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রেমিককে খুন করে পালিয়ে গিয়েছিলেন প্রেমিক।
  • তিনমাস পর তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার প্রেমিকার পচাগলা দেহ।
  • পাশাপাশি উদ্ধার হয়েছে যুবতীর বাবার দেহও। হাড়হিম করা ঘটনাটি চেন্নাইয়ের। অভিযুক্ত প্রেমিক স্যামুয়েল সাম্পাথকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement