shono
Advertisement
Karnataka

সম্পত্তির কারণেই বিবাদ! কর্নাটকে দোকানের ভিতরে ঢুকে 'খুনে' গ্রেপ্তার ৭

কংগ্রেস শাসিত কর্নাটকের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দাগছে বিরোধীরা।
Published By: Kishore GhoshPosted: 04:24 PM Jun 02, 2025Updated: 04:51 PM Jun 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকের কোপ্পাল জেলায় বেকারির দোকানে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার নেপথ্যে সম্পত্তিগত বিবাদ! এক তরুণকে তাড়া করে দোকানে ঢুকে দা দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছিল ৭ জনের বিরুদ্ধে। ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় সমাজমাধ্যমে। যা দেখে আঁতকে ওঠে নেটিজেনরা। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চেনাপ্পা নারিনাল। দোকানের সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, এক ব্যক্তি বিরাট দা হাতে দোকানের ভিতরে ঢুকে পড়েছেন। তার পিছন পিছন আরও ছয় জন দোকানে ঢুকছেন। তাঁরা এলোপাথাড়ি কোপাচ্ছেন চেনাপ্পা নামের তরুণকে। রক্তাক্ত তরুণ নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও পেরে ওঠেননি। দোকান থেকে বেরনোর পথেও তাঁকে ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। কোনওমতে দোকানের বাইরে বেরলে সেখানে দাঁড়িয়ে থাকা কয়েক জন তাঁকে ছুড়ি দিয়ে কোপায় বলে অভিযোগ। এক সময় চেনাপ্পা মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে সেখানে ফেলে পালায় আততায়ীরা।

ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খুনে অভিযুক্ত রবি, প্রদীপ, দুই মানজুনথাস, নাগরাজ, গৌতম এবং প্রমোদকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানের পর তদন্তকারীদের অনুমান, পুরনো শত্রুতা এবং সম্পত্তিগত বিবাদের জেরে ওই তরুণকে খুন করা হয়েছিল। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। এদিকে এই ঘটনায় কংগ্রেস শাসিত কর্নাটকের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দেগেছে বিরোধীরা। একাধিক বিরোধী দলের কটাক্ষ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে পৌঁছেছে। সেই কারণেই দিনে-দুপুরে এমন ঘটনা ঘটতে পারল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চেনাপ্পা নারিনাল।
  • কোনওমতে দোকানের বাইরে বেরলে সেখানে দাঁড়িয়ে থাকা কয়েক জন তাঁকে ছুড়ি দিয়ে কোপায় বলে অভিযোগ।
Advertisement