shono
Advertisement
Double Life

দিনে স্বামীর সঙ্গে সংসার, রাতে প্রেমিকের বিছানায়! হাতেনাতে স্ত্রীকে ধরলেন যুবক, তারপর...

সন্দেহ হতেই স্ত্রীকে হাতেনাতে ধরলেন স্বামী।
Published By: Subhankar PatraPosted: 02:50 PM Jun 25, 2025Updated: 02:50 PM Jun 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনে স্বামীর সঙ্গে সংসার। রাত হলেই প্রেমিকের বিছানায় স্ত্রী! চাকরির নাম করে প্রেমিকের ফ্ল্যাটে রাত কাটিয়ে ফের সকালে স্বামীর কাছে যান মহিলা! সন্দেহ হতেই জীবনসঙ্গীকে হাতেনাতে ধরলেন স্বামী। নিয়ে গেলেন পুলিশও। তবে স্বামীকে দেখে চিনতেই অস্বীকার মহিলার। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। যদিও ভিডিওয়ের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন।

ঘটনাটি উত্তরপ্রদেশের বারাণসীর। ভিডিও থেকে তেমনটাই জানা গিয়েছে। জানা যাচ্ছে, বারাণসীর বাসিন্দা এক যুবক কয়েক বছর আগে বিয়ে করেন। প্রথম কয়দিন ঠিক চললেও সমস্যার শুরু মাসখানেক পর। রাত হতেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন মহিলা। কারণ, মহিলা জানান তাঁর রাতে ডিউটি থাকে। প্রথমে বিষয়টি মেনে নিলেও দিনে দিনে সন্দেহ বাড়ে স্বামীর।

Advertisement

একদিন স্ত্রীর পিছু নিতেই সামনে আসে আসল বিষয়! কাজের নাম করে প্রেমিকের ভাড়া করা ফ্ল্যাটে রাত কাটাচ্ছেন মহিলা। তা জানার পর পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন স্বামী। তবে তাঁকে দেখে চেনেন না বলে দাবি করেন মহিলা। ভিডিওটিতে ওই ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, "তুমি কি আমাকে চেন না? তুমি আমার স্ত্রী কিনা বলো?" এই প্রশ্নের উত্তরে মহিলাকে বলতে শোনা যায়, " আপনাকে আমি চিনি না। কে আপনি?" এরপর ওই ব্যক্তি বলেন, "যার সঙ্গে তুমি সংসার করে আমি সেই ব্যক্তি।" এরপর মহিলার স্বামী বলেন, "তুমি বাড়িতে ফিরে যাবে না তো?তোমার জামা কাপড় পাঠিয়ে দেব?" কোনও উত্তর না নিয়ে মহিলাকে ঘরের ভিতরে ঢুকে যেতে দেখা হয়।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই ওই যুবকের পাশে দাঁড়িয়েছেন। এক নেট নাগরিক বলেন, "ক্ষমার অযোগ্য অপরাধ। মহিলাকে ঘরে ফেরানো উচিত নয়।" আরেকজন লেখেন, "কোথায় পৌঁছছি আমরা।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিনে স্বামীর সঙ্গে সংসার। রাত হলেই প্রেমিকের বিছানায় স্ত্রী!
  • চাকরির নাম করে প্রেমিকের ফ্ল্যাটে রাত কাটিয়ে ফের সকালে স্বামীর কাছে যান মহিলা! সন্দেহ হতেই জীবনসঙ্গীকে হাতেনাতে ধরলেন স্বামী। নিয়ে গেলেন পুলিশও।
  • তবে স্বামীকে দেখেই চিনতে অস্বীকার মহিলার। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।
Advertisement