সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে ফের একলাফে অনেকখানি বাড়ল আধার ও প্যান সংযুক্তিকরণের সময়সীমা। কেন্দ্রের তরফে ঘোষণা করা হল, আগামী বছর ৩১ মার্চের মধ্যে আধারের সঙ্গে যুক্ত করতে হবে প্যান কার্ড। বিশেষ করে করদাতাদের আধার ও প্যান লিংক করা আবশ্যক।
[মান্দসৌরের শিশু ধর্ষণে ফুঁসছে দেশ, অভিযুক্তদের ফাঁসির দাবি রাহুল গান্ধীর]
চলতি বছর মার্চে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস জানিয়েছিল, আধার-প্যান লিংকের শেষ তারিখ ৩১ মার্চ। পরে আবার দুই গুরুত্বপূর্ণ নথি সংযুক্তিকরণের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়। অর্থাত শনিবারই ছিল এর শেষদিন। তার সেদিনই এ কাজের জন্য অনেকখানি সময়সীমা বাড়িয়ে দেওয়া হল। কেন্দ্রীয় কর দপ্তর বা CBDT ঘোষণা করল, আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে ২০১৯-এর ৩১ মার্চ ধার্য করা হল। এই নিয়ে পঞ্চমবার সংযুক্তিকরণের সময়সীমা বাড়ালো কেন্দ্র। গত বছর করদাতাদের জন্য এবং আইটি ফাইল রিটার্নের জন্য প্যান কার্ডের সঙ্গে আধার যোগ করার কথা ঘোষণা করেছিল কর বিভাগ। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক মেয়াদ বাড়ানো হয়েছিল।
[লখনউয়ের ঐতিহাসিক মসজিদ চত্বরে বসবে লক্ষণের মূর্তি! ফের বিতর্কে যোগী প্রশাসন]
আধারকে বাধ্যতামূলক করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল। বায়োমেট্রিক সিস্টেমকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলার এখনও চূড়ান্ত ফয়সলা হয়নি। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে আধারের মামলাটি বিচারাধীন। গত মে মাসে ৩৮ দিনের ম্যারাথন শুনানি চলে আদালতে। সেখানেই অনির্দিষ্টকালের জন্য আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয় বলে জানানো হয়েছিল।
সুপ্রিম কোর্ট অবশ্য জানিয়ে রেখেছিল, এখনও অনেকেরই আধার কার্ড বা আধার এনরোলমেণ্ট আইডি নেই৷ তাই আয়কর দপ্তর এখনই তাঁদের প্যান কার্ড বাতিল করতে পারবে না৷ তবে আধার নম্বর পেলে তা কর রিটার্নে যুক্ত করতেই হবে৷ কেন্দ্র সময়সীমা বাড়ানোয় অনেকটাই স্বস্তিতে আমআদমি। আধার বাধ্যতামূলক করা নিয়ে মামলা চলছে সাংবিধানিক বেঞ্চে৷ সেই ইস্যুর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাঁদের আধার কার্ড নেই, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না৷
The post ফের স্বস্তি সাধারণ মানুষের, বাড়ল আধার-প্যান সংযুক্তিকরণের সময়সীমা appeared first on Sangbad Pratidin.
