shono
Advertisement

জেলবন্দি সঞ্জয় সিংকে ফের রাজ্যসভায় পাঠাচ্ছে AAP, টিকিট দিল্লি মহিলা কমিশনের প্রধানকেও

জেল থেকেই মনোয়ন জমা দেবেন আপ নেতা সঞ্জয়।
Posted: 01:59 PM Jan 05, 2024Updated: 01:59 PM Jan 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলবন্দি থাকা সঞ্জয় সিংকেই (Sanjay Singh) ফের রাজ্যসভায় মনোয়ন দিল আম আদমি পার্টি (AAP)। সেই সঙ্গে টিকিট দেওয়া হয়েছে দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালকেও (Swati Maliwal)। চলতি মাসেই রাজ্যসভার সাংসদ হিসাবে সঞ্জয়ের মেয়াদ ফুরাবে। তবে জেলবন্দি নেতাকেই ফের রাজ্যসভায় প্রার্থী করছে অরবিন্দ কেজরিওয়ালের দল। ইতিমধ্যেই সঞ্জয়কে মনোনয়ন জমা দেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

Advertisement

আবগারি দুর্নীতির অভিযোগে অক্টোবর মাসে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন আপ সাংসদ সঞ্জয় সিং। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দিল্লির বেশ কিছু মদ প্রস্তুতকারক সংস্থাকে সুবিধা পাইয়ে দিতেই বিশেষ নিয়ম প্রণয়ন করা হয়েছিল। সেখানেই আর্থিক তছরুপের সঙ্গে যুক্ত ছিলেন আপ সাংসদ। আবগারি দুর্নীতি মামলায় একাধিকবার জামিনের আবেদনও করেছেন তিনি। কিন্তু দুমাসের বেশি কেটে গেলেও জেলেই বন্দি রয়েছেন আপ সাংসদ। আগামী ২৭ জানুয়ারি সাংসদ হিসাবে তাঁর মেয়াদ শেষ হচ্ছে।

[আরও পড়ুন: কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ‘জঙ্গি সংগঠনের’]

এহেন পরিস্থিতিতে ফের রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন দেওয়া হল সঞ্জয় সিংকে। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের তরফে জানানো হয়েছে, জেলবন্দি থাকলেও মনোনয়ন জমা দেওয়ার সমস্ত ফর্ম ও নথিপত্রে সই করতে পারবেন আপ সাংসদ। আধঘণ্টার জন্য নির্বাচনী পরামর্শদাতাদের সঙ্গে দেখাও করতে পারেন তিনি। আগামী ৯ জানুয়ারির মধ্যে মনোনয়ন প্রক্রিয়া শেষ করতে হবে প্রার্থীদের।

সঞ্জয় সিংয়ের পাশাপাশি রাজ্যসভার সাংসদ হিসাবে মনোয়ন দেওয়া হয়েছে স্বাতী মালিওয়ালকে। রাজনীতির ময়দানে এই প্রথমবার পা রাখতে চলেছেন দিল্লি মহিলা কমিশনের প্রধান। উল্লেখ্য, নারীর ক্ষমতায়নের পাশাপাশি নানা বিতর্কিত ঘটনাতেও সরব হতে দেখা গিয়েছে স্বাতীকে। এবার জীবনের নয়া ইনিংস শুরু করবেন তিনি।

[আরও পড়ুন: মাথার দাম ১ লক্ষ, পুলিশি এনকাউন্টারে নিকেশ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement